।। প্রথম কলকাতা ।।
Durga puja-Kali puja: আর বেশি দেরি নেই। মাঝে আর তিন মাস। জুলাই আগস্ট সেপ্টেম্বর। তার পরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তার মানে পুজোর প্ল্যান ফাইনাল করার সময় এসে গেছে। যাঁরা পুজোয় বেড়াতে যান তাঁদের এবার টিকিট কাটার দৌড়ঝাঁপ শুরু করতে হবে। বড় পুজো প্যান্ডেলগুলি থিম ফাইনাল করে ফেলেছে সেই কবেই। তলে তলে কাজ শুরু হয়ে গিয়েছে। ঘন ঘন বৈঠক করছেন পুজো উদ্যোক্তারা। খুঁটি পুজো কবে হবে তারও দিনক্ষণও চূড়ান্ত। চলুন এখন দেখে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ।
প্রথমেই বলে নেওয়া যাক, এবার দুর্গাপুজো এগিয়ে এসেছে অনেকটাই। এবার পুজো অক্টোবরের শুরুতেই। ফলে বাতাসে হিমের পরশ আশা না করাই ভালো। তার ওপর বৃষ্টি পুজোর আনন্দে জল ঢালতেই পারে। গত বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, বিশ্বকর্মা পুজোর সময় ভারি বর্ষন হয়। তার জেরে প্লাবিত হয় বেশ কিছু এলাকা। এবার কি তবে বন্যার পর পরই মা দুর্গার আগমন ঘটবে? তা না হলেই মঙ্গল। তবে প্যান্ডেল হপিংয়ে ঘেমে নেয়ে একশা হতেই পারেন। কারণ গরম থাকবে ভালোই।
২০২৪ সালের মহালয়া পড়েছে ২ অক্টোবর, বুধবার। পিতৃপক্ষের অবসান হয়ে এদিন দেবীপক্ষের সূচনা হবে। পরের দিন ৩ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। শারদীয়া নবরাত্রি যাঁরা পালন করেন, তাঁরা এদিন থেকেই পুজো শুরু করবেন।
দুর্গা পুজোর মহাপঞ্চমী- ৮ অক্টোবর, মঙ্গলবার
মহাষষ্ঠী – ৯ অক্টোবর, বুধবার
মহাসপ্তমী – ১০ অক্টোবর, বৃহস্পতিবার
মহাষ্টমী – ১১ অক্টোবর, শুক্রবার
মহানবমী – ১২ অক্টোবর, শনিবার
দশমী – ১৩ অক্টোবর, রবিবার
মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় এবার দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে এর ফলে “দোলায়াং মকরং ভবেৎ” অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু লক্ষ্য করা যায়। দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী। যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। আবার বিজয়া দশমী রবিবার পড়ায় এবার দেবীর গমন হবে গজ বা হাতিতে। গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন। তাই দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোেক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মর্তলোকের বাসিন্দারা পরিশ্রমের সুফল লাভ করেন। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষা হয়।
এ বছর নবমী ও দশমী পড়েছে শনি ও রবিবার। অর্থাৎ সরকারি কর্মীদের দুটি ছুটি নষ্ট হবে এবার। দুর্গাপুজোর কদিন পরেই বাঙালি মেতে ওঠে কোজাগরী লক্ষ্মীপুজোয়।২০২৪-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর বুধবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ৩১ অক্টোবর বৃহস্পতিবারে। তার তিন দিন পরে ৩ নভেম্বর রবিবার ভাইফোঁটা।
পুজোর নির্ঘন্ট তো জানা হয়েই গেল, এবার জমিয়ে আনন্দ করতে প্ল্যানটা ফাইনাল করে নিন। বাড়ির জন্য দামি কোন জিনিস কিনবেন সেটাও ঠিক করে নিন। ভেবে নিন এবার পুজোর বাজার কেমন হবে। আপনাকে যদি অনেকের জন্য কেনাকাটা করতে হয় তাহলে অল্প অল্প করে শুরু হতেই পারে। তাতে শেষ মুহূর্তে আর ধকল পোহাতে হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম