।। প্রথম কলকাতা ।।
Arijit Singh: সাফল্য আকাশ ছুঁয়েছে। তবুও পা রয়েছে মাটিতেই। তিনি অরিজিৎ সিং। ফের মাঝ রাস্তায় গাড়ি থামাতে হল গায়ককে। তাও আবার বিদেশের মাটিতে। কিছুদিন আগে এক ভক্ত গাড়ির পিছন প্রাণপনে বাইক নিয়ে ছুটছিলেন বলে গাড়ি থামাতে হয়েছিল। এবারেও চলার পথে গাড়ি থামিয়ে কাচ নামাতে হল গায়ককে। কোথায়? গাড়ির থামানো পর কী হল? জেনে নিন বিস্তারিত। অরিজিৎ সিং মানেই তাঁকে ঘিরে ধরবে হাজার ভক্ত। এ যেন এক স্বাভাবিক ছবি। তাঁর মতো একজন মাটির মানুষের কাছাকাছি আসতে কে না চায়। অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্ৰতিভা আর যোগ্যতায় আসমুদ্র হিমাচল ছড়িয়ে পড়েছে তাঁর খ্যাতি।
আন্তর্জাতিক স্তরেও এখন উল্লেখযোগ্য একটি নাম অরিজিৎ সিং। জনপ্রিয়তা যত বেড়েছে পাল্লা দিয়ে বাড়ছে ভক্তসংখ্যা। সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্স তো আছেই। সেই সঙ্গে রাস্তায় চলার পথেও ছেঁকে ধরে ভক্তরা। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও কিন্তু, নিজের শিকড়টাকে কখনও ভুলে যাননা গায়ক অরিজিৎ সিং।শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির ভিতর বসে থাকলেও ভক্তের ডাকে ঠিকই সাড়া দেন তিনি। গাড়ির কাচ নামিয়ে কথা বলা থেকে অটোগ্রাফ দেওয়া কোনটাতেই অনীহা নেই তাঁর।
মরিসাসে ঠিক এই রকমই একটি ঘটনার সাক্ষী থাকল অরিজিৎ সিংয়ের এক খুদে ভক্ত। মাঝ রাস্তায় প্রিয় গায়ককে দেখেই ছুটে যায় বাচ্চা ছেলেটি। সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচ নামিয়ে মিষ্টি করে তার সঙ্গে কথা বলেন গায়ক। তারপর অটোগ্রাফ দেন। ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়ে ফেলে বেশ কিছু ভক্ত। তাঁদের সঙ্গেও হাসি মুখে কথা বলতে দেখা যায় অরিজিৎকে। তাঁর দিকে কাগজ-কলম এগিয়ে দিলে অটোগ্রাফ দেন গায়ক। সবশেষে খুদে সঙ্গে হাত মেলতেও দেখা যায়। সকলকে গুড বাই করে চলে যান অরিজিৎ।
পুরো ঘটনাটা গায়কের ফ্যানক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। আসলে দিলদার অরিজিতের এই স্বভাটাই তাঁর প্রতি সকলের ভক্তি-শ্রদ্ধাটাকে আরও বাড়িয়ে দেয়।কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের গাড়িকে ফলো করে ঊর্ধ্বশ্বাসে একটি বাইক এসে দাঁড়ায়। কাচ নামিয়ে অরিজিৎ প্ৰথমে একটু কড়া ভাষায় শাসন করেন ওই ভক্তকে। এভাবে গাড়ি চালিয়ে বাকি পথচারীদের সমস্যায় না ফেলার পরামর্শ দেন। তারপর অবশ্য তাঁকে অটোগ্রাফটা দেন গায়ক। সেই জন্যই যে এতদূর ছুটে এসেছিল ওই ভক্ত৷ এদিকে আবার কনসার্ট নিয়ে একটু সমস্যায় পড়েছেন অরিজিৎ সিং।
৪ নভেম্বর চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এর এগজিবিশন গ্রাউন্ডে কনসার্ট হওয়ার কথা। কিন্তু, রিপোর্ট মোতাবেক,উপযুক্ত পার্কিংয়ের ব্যবস্থা করেননি আয়োজকরা। তাই চন্ডীগড় পুলিশ এই গায়কের কনসার্টের জন্য অনুমতি দিল না ৷পুলিশের তরফে জানানো হয়েছে,কনসার্টে পাঁচ হাজার গাড়ি আসার কথা। কিন্তু আয়োজকরা এই গাড়িগুলি পার্কিংয়ের জন্য সেভাবে কোনও ও পরিকল্পনার কথা জানাতে পারেননি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম