।। প্রথম কলকাতা ।।
ধৈর্য আর একাগ্রতাকে কাজে লাগিয়ে কোন দল টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করতে সক্ষম হয়েছে চলুন জেনে নেওয়া যাক।
- ১৯৯৭ সালের ২ আগস্ট টেস্ট ইতিহাসের ১৩৭৪ তম ম্যাচে মুখোমুখি হয় ভারত-শ্রীলঙ্কা। ভারত প্রথমে ব্যাট করে ৫৩৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে শ্রীলঙ্কা তাদের ১ম ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ৯৫২ রানে ইনিংস ডিক্লেয়ার করে।
- ১৯৩৮ সালের ২০ এ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ম ইনিংসে ৩৩৫.২ ওভার ব্যাট করে ৯০৩ রান করে ইংল্যান্ড।
- ১৯৩০ সালের ৩ এপ্রিল ১ম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৮.২ ওভার ব্যাট করে ইংল্যান্ড ৮৪৯ রান করে।
- ১৯৫৮ সালে টেস্ট ক্রিকেট ইতিহাসের ৪৫০তম ম্যাচে পাকিস্তনের বিরুদ্ধে ওয়েস্ট-ইন্ডিজ ৭৯০ রান করে। এটি ছিল তখনকার সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড যা ১৯৯৩ সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে।
- ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান ৬ উইকেটে ৭৬৫ রান করে ডিক্লেয়ার করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম