।। প্রথম কলকাতা ।।
Rooftop Hangouts In Kolkata: নক্ষত্র খচিত আকাশ, শহরের ঝকঝকে আলো, মৃদুমন্দ বাতাস আর যতদূর চোখ যায় ততদূরই তিলোত্তমার রাতের সৌন্দর্য এরকম একটা প্যানোরমিক দৃশ্য মিস করতে চাইবেন কি? তাও আবার বর্ষবরণের রাতে। নিশ্চয়ই চাইবেন না ! তাহলে আপনাকে পৌঁছে যেতে হবে শহর কলকাতার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) গুলিতে। বন্ধুদের কিংবা কাছের মানুষকে সঙ্গে নিয়ে রুফটপ রেস্তোরাঁর এক কোণের টেবিল বুক করে নিলেই সমস্যা মিটে যাবে। তাদের মনোমুগ্ধকর অ্যাম্বিয়েন্স আর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা হালকা গান একটা আলাদাই জগত তৈরি করে দিতে পারবে।
কাজের চাপে দেখা না করতে পারা বন্ধুদের সঙ্গে আর একবার গেট টুগেদারের একটা পরিকল্পনা বছরের শেষ আর শুরুর লগ্নে করে নেওয়া যেতেই পারে। সব প্ল্যান হয়ে গিয়েছে কিন্তু কলকাতার কোন রুফটপ রেস্তোরাঁ একেবারে বেস্ট হবে সেটা বুঝে উঠতে পারছেন না? এমনটা হতেই পারে। কারণ এই শহরে রুফটপ রেস্তোরাঁর তো আর কমতি নেই। প্রত্যেকটি রেস্তরাঁই বর্ষবরণের (New Year Welcoming Night) জন্য নতুন নতুন থিমে সেজে উঠবে। কিন্তু আপনার জন্য কোন রেস্তোরাঁ একেবারে যথাযথ হবে তা খুঁজে বার করা খানিকটা মুশকিল। চলুন আপনাদের দেওয়া যাক শহরের নামকরা কিছু রুফটপ রেস্তরাঁর হদিশ। যেখানে গেলে মন মত নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবেন আপনি।
১. Smoke Shack : বালিগঞ্জে অবস্থিত এই সুন্দর রুফটপ রেস্তোরাঁটি হল স্মোক শ্যাক। এখানে রুফটপ প্লেসে আপনি নিভৃতে নিজের জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজে নিতে পারবেন। এছাড়াও সেখানে রয়েছে রুফটপে পুলের ব্যবস্থা । মাথার উপরে খোলা আকাশ, হালকা নিভু নিভু আলোতে বড় লাউঞ্জের (Lounge) ব্যবস্থা। সব মিলিয়ে বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষদের সঙ্গে কয়েক ঘন্টা কাটানোর জন্য এটা একেবারেই দারুন অপশন হতে পারে।
২. Blue And Beyond: ভাবুন আপনি এমন একটি উচ্চতায় রয়েছেন যেখান থেকে ঠিক পাখির চোখে নিউমার্কেট (New Market) এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালকে (Victoria Memorial) দেখতে পারবেন। অনুভূতিটা কেমন হবে বুঝতে পারছেন! তার সাথে থাকবে আরামদায়ক বসার ব্যবস্থা এবং দারুণ একটা ভাইব। আর এই জায়গাটিতে গেলে নিজের জিভের স্বাদ কোরক গুলিকে কোনভাবেই কিন্তু সেখানকার কাবাব প্ল্যাটার আর টেরিয়াকি চিকেন থেকে বঞ্চিত করবেন না। এই জায়গাটি মিলবে কলকাতা নিউ মার্কেটে, রেস্তোরাঁ ব্লু অ্যান্ড বিয়ন্ড।
৩. Ozora : কলকাতার শান্তিপল্লী এলাকায় অবস্থিত অ্যাক্রোপলিস মলের ওপরের অংশটি হল ওজারা, রুফটপ রেস্টুরেন্ট। এখান থেকে আপনি যে স্কাইহাই দৃশ্যটি দেখতে পাবেন তা আপনার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। আর সব থেকে বড় কথা এই রুফটপ রেস্তোরাঁয় এসে আপনি কোনোভাবেই এসিকে মনে করবেন না। শীতকালের রাতে যদিও বা খুব একটা প্রয়োজন পড়বে না। বর্ষবরণের রাত উদযাপন করার জন্য ওজারার রুফটপ ফাইন ডাইনিং (Fine Dining) একটা দারুণ বিকল্প হতে পারে। আর এখানে আসলে অবশ্যই একবার তাদের মেনুতে থাকা মোরোকান চিকেনের (Moroccan Chicken) স্বাদ নিয়ে দেখবেন।
৪. Zocca Lounge : একটা রুফটপ রেস্তোরাঁ যার সম্পূর্ণ সাজসজ্জা করা হয়েছে বেশিরভাগ সাদা রংয়ের জিনিস দিয়ে । ছোট ছোট কাউন্টারের মতো বসার জায়গা । মাঝে রয়েছে ছোট ছোট টেবিল আর চারদিকে ঝুলছে বড় বড় সাদা রঙের পর্দা। আশেপাশে ঘিরে রয়েছে একাধিক ফেইরিলাইট (Fairy Light) কিংবা টুনি লাইট। আর সেই জায়গাটা থেকে যত দূরে আপনার চোখ যাক না কেন চোখে পড়বে শুধু সবুজ। মাথার ওপরে সুন্দর ছাদমুক্ত আকাশ দেখতে লাগবে একেবারে ছবির মত। ঠিক স্বপ্নের মত এই জায়গা রয়েছে কলকাতার হিন্দুস্তান পার্কে ( Hindustan Park) , নাম জুকা লাউঞ্জ রেস্তোরাঁ । বর্ষবরণের রাতে নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প গুজবের একেবারে আদর্শ জায়গা হতে পারে এই জুকা লাউঞ্জ।
৫. What’s Up Cafe : ২০২২ এর থার্টি ফাস্ট নাইটটা (31st Night) যদি বন্ধুদের জন্য উৎসর্গ করে থাকেন তাহলে চলে যেতে পারেন কলকাতার হিন্দুস্তান পার্কের হোয়াটস আপ ক্যাফেতে। এখানে আপনি পেয়ে যাবেন দারুন বসার জায়গা, সাথেই মন মাতানো গানের প্লে লিস্ট। পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে অর্ডার করে ফেলুন সেখানকার পিজ্জা আর পিনাকোলাডা । ব্যাস ! বর্ষবরণের রাত এতেই জমে যাবে। আপনি ভুলে যেতে বাধ্য সেই দম বন্ধকর নাইট ক্লাব (Night Club) গুলিকে ।
৬. Wise Owl Steakhouse : একটা সুন্দর শান্ত ছাদ রেস্তোরাঁ যা শহরের অন্যতম সুন্দর ছাদ রেস্তোরাঁগুলির মধ্যে একটা বলাই যায়। রেস্তোরাঁর আকৃতি অনেকটা এল এর মত। রঙ হচ্ছে উজ্জ্বল আর এই রেস্তোরাঁর অন্যতম একটি আকর্ষণ হল প্যাঁচার থিম (Owl Theme) । পাঁচিল থেকে শুরু করে পোস্টার পর্যন্ত সবকিছুতেই আপনি কোথাও না কোথাও প্যাঁচা খুঁজেই পাবেন। এই রেস্তোরাঁটি যেমন ব্রেকফাস্ট এর জন্য একটা দারুন জায়গা হতে পারে, তেমনই একটা জায়েন্ট সাইজ বার্গার আর জুসি স্টেক আপনার বর্ষবরণের সন্ধ্যাটাকেও জমিয়ে দিতে পারে। তাই ভোজনরসিক হলে এবারে থার্টিফার্স্টে চলে আসুন হিন্দুস্তান পার্কের দ্য হোয়াইজ আউল স্টেকহাউসে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম