।। প্রথম কলকাতা ।।
Weather update: বুধবার থেকে ক্রমশই বাড়তে শুরু করেছে দিন ও রাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। যদিও এখনও সকাল থেকেই হালকা শীতের (winter) আমেজ বজায় থাকছে। গত কয়েকদিন ধরে ক্ষণে ক্ষণে ভোলবদল হচ্ছে আবহাওয়ার।
শনিবার থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দুই পাঙ্কেই হবে উর্ধ্বমুখী পারদ। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দিনভর উষ্ণতা থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ উধাও হবে।
বৃহস্পতিবার এবং শুক্রবার কার্যত্ব শেষবারের মতো হালকা শীতের আমেজ থাকবে শহরে। শনিবার থেকে শীতের আমেজ উধাও হবে উষ্ণতার দিন শুরু হবে। গতকালের তুলনায় আরো খানিকটা বেড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ালো ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে২৮ থেকে
৯৩ শতাংশ।
বৃষ্টি (Rain) বা কুয়াশার (Fog) কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ। মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকবে প্রায় প্রতিটি জেলায়। শনিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে (Increase)।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম