।। প্রথম কলকাতা ।।
স্নান সেরেই সিঁথিতে সিঁদুর লাগান? নিজের মারাত্মক ক্ষতি করছেন আপনি। স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর লাগাচ্ছেন কিন্তু স্নানের ঠিক পরেই সিঁদুর না পরাই ভালো কেন জানেন? নিজের অজান্তেই সংসারে চরম ক্ষতি ডেকে আনছেন। সিঁদুর পরার নিয়মগুলো জানেন? রোজকার জীবনে সিঁথি রাঙানোর আগে জ্যোতিষশাস্ত্র কী বলছে জানুন। স্নান সেরে উঠেই সিঁথিতে সিঁদুর লাগানোর প্রথা প্রচলিত আছে। কিন্তু এর ফলে কি উপকারের বদলে আসলে সর্বনাশ হচ্ছে? সিঁদুর পরার নিয়মগুলো অনেকেই জানেন না!
স্নানের পর বা চুল ধুয়ে এসে তখনই সিঁথিতে সিঁদুর লাগাবেন না। বিবাহিত মহিলারা অন্য কোনও কাজ সেরে কিছুক্ষণ পর তবেই সিঁদুর পরুন। না হলে মহিলাদের উপর অশুভ প্রভাব পড়তে পারে এমনটাই বলছেন জ্যোতিষীরা। নাহলে সংসার থেকে সুখ ও শান্তি দূরে সরে যাবে। পারিবারিক ঝামেলা মাথা চাড়া দিয়ে উঠবে। স্বামীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। একটা ভুলের জন্য স্বামীর জীবনে বিপদ ডেকে আনবেন না। এই ছোট ছোট বিষয়কে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে বিপদের শেষ থাকবে না।
মঙ্গলবার কোনও সময়েই বিবাহিতরা সিঁদুর সিঁথিতে লাগাবেন না। এর পেছনে রয়েছে একটি কারণ বলা হয় একবার হনুমানজি তার গোটা শরীরে সীতার সিঁদুর লাগিয়েছিলেন। সেই থেকে মঙ্গলবার মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নিষেধ করা হয়। চুল দিয়ে সিঁথির সিঁদুর লুকিয়ে রাখবেন না এতে আপনার স্বামীর জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। কারও টাকা দিয়ে কেনা সিঁদুর কখনও লাগাবেন না এতে স্বামীর অমঙ্গল হয়। উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করবেন না।
লক্ষ্মীদেবীকে খুশি করতে চান? একটি নারকেলের উপর সিঁদুর লাগিয়ে তাকে কাপড় দিয়ে পেঁচিয়ে নিজের কাছে রাখুন। ব্যবসায় লাভবান হবেন আপনি। সিঁদুরের এমন কিছু গুণ রয়েছে, যা করলে আপনার সৌভাগ্য অনেক বাড়বে এবং কখনও কোনও কিছুর অভাব হবে না। বলছেন জ্যোতিষীদের একাংশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম