।। প্রথম কলকাতা ।।
Pakistan Created Khalistanis Against India: খালিস্তান (Khalistan), এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তরবারি, বন্দুক আর লাঠির সেই ভয়ঙ্কর ছবি। খালিস্তানি আন্দোলনের কারণে প্রচুর নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। একটা সময় ছিল যখন এই আন্দোলনের জেরে বিস্তীর্ণ এলাকা জুড়ে আতঙ্ক গ্রাস করত। সেই খালিস্তানিরা ভারতের (India) গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে। পাকিস্তান (Pakistan) আগে কখনোই মেনে নেয়নি, খালিস্তান আন্দোলনের পিছনে তাদের ভূমিকা রয়েছে। তবে সব কি আর গোপন থাকে? সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমন এক চাঞ্চল্যকর ভিডিও যা দেখলে আপনি অবাক হবেন। ‘এবিপি নিউজ’ (হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার পাকিস্তানের একজন বিখ্যাত প্রতিরক্ষা বিশেষজ্ঞ খোলাখুলি স্বীকার করলেন, খালিস্তান আন্দোলনের পিছনে পাকিস্তানের হাত রয়েছে। সেই সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
এখন সোশ্যাল মিডিয়া ঘুরছে পাকিস্তানের সিনিয়র প্রতিরক্ষা বিশেষজ্ঞ জায়েদ হামিদের একটি ভিডিও। যেখানে তাকে বলতে দেখা যায়, ভারতের বিরুদ্ধে যে খালিস্তান দাঁড় করানো হয়েছিল তার পিছনে পাকিস্তানের হাত রয়েছে। ভারতকে হেয় করার জন্য এটি ছিল পাকিস্তানের একটি পরিকল্পনা। ‘পাকিস্তান আনটোল্ড’ নামক একটি টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, ওই প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন আশির দশকের শিখ আন্দোলন তারাই গড়ে তুলেছিলেন। এটি করা হয়েছিল ভারতের ১৯৭১ সালের পদক্ষেপ অনুযায়ী। কাশ্মীরি জিহাদকে তারা পুনরুজ্জীবিত করেছে। উপরন্তু সেই সময় ভারতের বিভিন্ন অঞ্চলে নাগা, আসাম, নকশাল, মাওবাদী কিংবা যেখানে আগে থেকেই স্বাধীনতার আন্দোলন চলছিল সেখানে সাহায্য করা হয়। অপরদিকে তামিল টাইগারদের বিরুদ্ধে লড়তে সাহায্য করেছিল শ্রীলঙ্কা।
এখনও ইতিহাসের পাতায় দগদগে হয়ে রয়েছে ১৯৮০ দশকের ঘটনা। যখন পাঞ্জাবে সহিংসতা আর অশান্তি চরম রূপ নেয়। এই ঘটনায় পাকিস্তানের ভূমিকা নিয়ে ভারত যথেষ্ট সচেতন ছিল। কিন্তু এবার প্রকাশ্যে পাকিস্তানের সিনিয়র প্রতিরক্ষা বিশেষজ্ঞ সেই কথা স্বীকার করলেন। কিছুদিন আগেই দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়া এবং কানাডায় বেশ কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। যেখানে দায়ী করা হয়েছে খালিস্তান পন্থী আন্দোলনের সদস্যদের। সেই ঘটনার কড়া প্রতিবাদও করেছে ভারত।
খালিস্তান আন্দোলন কী ?
খালিস্তানি আন্দোলন বলতে বোঝায় শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বিশেষজ্ঞরা মনে করেন, এই আন্দোলনের ডাক এসেছিল একটি ভারত থেকে, আরেকটি ভারতের বাইরে থেকে। পরবর্তীকালে এই দুটির মিলমিশে তৈরি হয় খালিস্তানি আন্দোলন। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর আন্তর্জাতিক মহলেও এই আন্দোলন পরিচিতি পেতে থাকে। সেই সময় জনসমর্থনের অভাব থাকলেও মানুষের মুখে মুখে খালিস্তান শব্দটি ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনকে কেন্দ্র করে ১৯৮০ এর দশকে পাঞ্জাবের মাটিতে রক্ত গঙ্গা বয়ে গিয়েছিল। ভারতের তরফ থেকে বারংবার খালিস্তান জঙ্গিবাদ মুছে ফেলার চেষ্টা করলেও তা শেষ হয়নি। এখনো বিশ্বের বিভিন্ন দেশে এটি সক্রিয়, বেঁচে রয়েছে খালিস্তানের দাবি।
"We created Khalistanis against India. India came to the brink of disintegration."
– Pak defence analyst pic.twitter.com/GhTpxqLCiQ
— Pakistan Untold (@pakistan_untold) February 25, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম