।। প্রথম কলকাতা ।।
Prosenjit Chatterjee: বাংলা সিনেমা জগতে দর্শকদের মন ছুঁয়ে যাওয়া এক জুটির নাম ছিল দেবশ্রী-প্রসেনজিৎ। তাদের বহু ছবি হিট এবং হাউস ফুলের তকমা পেয়েছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই স্বনামধন্য তারকা নিজের নিজের জায়গায় ১০০% খাঁটি অভিনেতা-অভিনেত্রী, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেবশ্রী এবং প্রসেনজিতের সম্পর্ক চর্চার বাইরে নয়। একটা সুন্দর জীবনের পথে হাঁটবেন বলে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। কিন্তু মাত্র তিন বছরের মধ্যেই সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। আর তারপর বিচ্ছেদ। কিন্তু এত বছর পরে আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বাড়ালেন বন্ধুত্বের হাত।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে এসে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ। সেখানে দেবশ্রীকে (Debashree) নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন তাঁরা বন্ধু হতেই পারেন। অভিনেতার কথায়, ” আমি ওঁকে সব সময় রেসপেক্ট দিয়ে এসেছি। আমি বিশ্বাস করি যে ও আমাদের সময়ের সব থেকে ভালো অভিনেত্রী। এটা আমি কোটি কোটি ইন্টারভিউতে আগেও বলেছি। তিনি একজন অভিনেত্রী আর আমি তাকে সম্মান করি। আর কোথাও দেখা হলে আমরা বন্ধু হতেই পারি। এখন বহু বছর হয়ে গিয়েছে। মিশুকের বান্ধবী হয়ে গিয়েছে। তাহলে কেন নয় ? ”
১৯৯২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবশ্রী এবং প্রসেনজিৎ। তবে মাত্র তিন বছর পর অর্থাৎ ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরের কিছুদিন কেমন ভাবে কাটিয়ে ছিলেন প্রসেনজিৎ ? সে কথা যদিও নিজের মুখেই বলেছেন তিনি। প্রসেনজিৎ বলেন, ” প্রথম প্রেম প্রথম ভালবাসার আলাদাই একটা জায়গা থাকে। এটা সকলকেই মানতে হবে। যে সময় বিয়ে করেছিলাম তার থেকে পাঁচ বছর পর বিয়ে করলে হয়তো ব্যাপারটা আরও ভালো হতো। দুজনেই আরও ম্যাচিওর ভাবে বিষয়টা সামাল দিতে পারতাম। কিন্তু আমি কোন জায়গায় কাউকে দোষ দিই না। আমি যেটা বলি সবটা আমার দোষ”।
জানা যায়, প্রথম বিবাহ বিচ্ছেদের পর হতাশায় ডুবেছিলেন এই সুপারস্টার। নিজেকে গৃহবন্দি করে ফেলেছিলেন। এর পেছনে ঠিক কোন কারণ ছিল ? সে প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেন, “সকলেই জানতো আমাদের প্রেম আমাদের ভালোবাসা। আমি লোকের সামনে যাব কী করে ? লোকে আমার দিকে তাকিয়ে হয়তো ভাববে আমি ভালবাসতাম না। তখন আমার লজ্জা করবে। কারণ আমার কাছে কোন উত্তর নেই। এটা মনে মনে কষ্ট দিত। লজ্জা ভয় অভিমান সব মিলিয়ে লোকের সামনে না যাওয়ার সিদ্ধান্ত”।
একই সঙ্গে তিনি বলেন, স্বাভাবিক জীবন যাপন এইভাবে সম্ভব নয়। দেড়- দু’বছর এইভাবে কাটালেও পরবর্তীতে নিজের শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং অনুরাগীদের ভালোবাসায় ফের স্বাভাবিক ছন্দে ফিরে আসেন তিনি। নিজের লেখা একটি বইতেও সেই সময়ের কথা উল্লেখ করেছিলেন প্রসেনজিৎ। তবে তখন পরিস্থিতি অন্যরকম থাকলেও আজ সেটা একেবারেই আলাদা। এত বছর পর দেবশ্রীর সঙ্গে ফের বন্ধুত্ব নতুন করে শুরু করার সুযোগ পেলে তিনি পিছ পা হবেন না, এমনটাই জানিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম