।। প্রথম কলকাতা।।
How To Check Hidden Camera: ছুটি কাটাতে গিয়ে হোটেলের রুমে থাকছেন? ঘরটা ভালো করে চেক করেছেন? ক্যামেরা লুকনো নেই তো? আপনার ব্যক্তিগত সব মুহূর্ত রেকর্ড করে নিতে পারে হিডেন ক্যামেরা। সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করলে ফেঁসে যাবেন। ঘরে ক্যামেরা রয়েছে তা টের পাবেন কী করে?
হোটেলের রুমে হিডেন ক্যামেরা আপনার ব্যক্তিগত মুহুর্তের ভিডিও করছে কখন তা বুঝতেও পারছেন না। হোটেল রুমে যেখানে সেখানে লাগানো থাকতে পারে চোরা ক্যামেরায়। এমনটা শপিং মলের ট্রায়াল রুমেও হতে পারে। ঘরে ক্যামেরা লাগদানো হয়েছে কীভাবে বুঝবেন ? রুমে ঢুকে এগুলো চেক করে নিতে ভুলবেন না।যে হোটেলের রুমে রয়েছেন সেখানে কি কোনও ফটো ফ্রেম রয়েছে? বা ল্যম্পশেড বা দেওয়াল ঘড়ি? রুমে ঢোকার পরই পরীক্ষা করে নিন। চোরা ক্যামেরা খুবই ছোট হয়। তাই সহজে চোখে পড়া মুশকিল।বিছানার দিকে মুখ করে থাকা কোনও ফার্নিচার থাকলে তাও তীক্ষ্ণ নজর দিয়ে দেখুন।
ক্যামেরা লুকোনোর একটি মোক্ষম জায়গা হল বাথরুম। হোটেলের বাথরুমে ঢুকে তাড়াহুড়ো করে আগে স্নানটা করতে যাবেন না। তার আগে একটু ভালো করে আশপাশটা দেখে নিন। শাওয়ারের মুখ থেকে কলের হাতল, সাবান রাখার তাক কিংবা আয়নার পিছনে থাকতে পারে হিডেন ক্যামেরা। আয়নার পিছনে ক্যামেরা লুকিয়ে রাখা আছে কিনা তাও একবার নজর দিয়ে দেখুন। আয়নার উপর আঙুল দিয়ে দেখুনযদি আঙুলের মাথা ও আয়নার প্রতিবিম্বের মধ্যে কোনও ফাঁক না থাকে তা হলে বুঝতে হবে আয়না নকল তাহলে আয়নার পিছনে লুকোনো থাকতেই পারে ক্যামেরা।টুথব্রাশের হোল্ডার, বাথরুমের দরজা এমনকি জানালার পিছনের জায়গাগুলিও পরীক্ষা করতে হবে। মাঝে মাঝে ক্যামেরা লুকিয়ে থাকে বাথরুমের শাওয়ারে।আপনি যদি হোটেলে থাকেন তবে তার রুমের সমস্ত জিনিসগুলি খুব ভালোভাবে নজর দিয়ে দেখতে হবে।
বিশেষ মনোযোগ দিন বাল্বের চারপাশে এসি পাওয়ার অ্যাডাপ্টার, অ্যালার্ম সেন্সর ফোনের কাছাকাছি কোনও অস্বাভাবিক কিছু নজরে পড়ছে কিনা। আপনি কি জানেন আয়নার কাচেও ক্যামেরা লাগানো থাকতে পারে? আধুনিক প্রযুক্তিতে কাচেও ক্যামেরা বসানো যায়। সুইচ বোর্ড, বাল্ব লাগানোর ফাঁকা জায়গা এমনকি টিভিও গোপন ক্যামেরা লুকোনোর জায়গা যদি সন্দেহ হয় তবে তোয়ালে দিয়ে ঢেকে দিন।
শপিং মলের ট্রায়াল রুমে লুকিয়ে রাখা ক্যামেরা খুঁজে বের করতে পারবেন।কীভাবে? জেনে নিন। আপনার ঘরে কোনও ডিভাইস ইনস্টল করা থাকলে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ক্যামেরার খোঁজ পাবেন। আপনি ব্লুটুথ বা ওয়াইফাই এর সাহায্যে অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইসের হদিশ পেয়ে যাবেন। ফোনের সিগন্যালে যদি কোনও সমস্যা হয় তাহলে আপনার রুমটি ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। অনেক সময়ে হোটেলের ঘরে অসাধু উদ্দেশ্যে ক্যামেরা বসানো থাকে। লুকনো সেই ক্যামেরা আপনার ব্যক্তিগত সব মুহূর্ত রেকর্ড করে নিতে পারে। ফলে আপনাকে সাবধান হতেই হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম