।। প্রথম কলকাতা ।।
Weather Updayte Today: শীতের আমেজ বাংলা থেকে উধাও হবে না। তবে কমতে পারে ঠাণ্ডা। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আকাশ আগামী ২৪ ঘন্টায় পরিষ্কার থাকলেও কুয়াশা থাকার সম্ভাবনা সকালের দিকে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ৩ ডিগ্রি বেশি যা স্বাভাবিকের থেকে।
তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ কিছুটা চড়বে আপাতত আগামী এক সপ্তাহ। শীতের আমেজ তারই জেরে আরও ফিকে হতে চলেছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, কারণ হিসাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পর প্রবেশ। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই দক্ষিণবঙ্গে শীত ফিকে হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট হিসাবে জানিয়ে রাখা ভালো, আজ শুষ্ক থাকবে উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া।আবহাওয়ার বদল হবে বড়দিনের পর থেকে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। অন্যদিকে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। বছরের শেষ সপ্তাহে পাহাড়ে তুষারপাত হতে পারে। ফলে পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে সেকথা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের কোনো সম্ভাবনা নেই, একই চিত্র দেখা দেবে কলকাতার ক্ষেত্রেও। বরং আগামী এক সপ্তাহ পারদের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকায় ঠান্ডার আমেজ বেশ ফিকে হবে। নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।তবে সেই ক্ষেত্রে জলীয় বাষ্পের প্রবেশ বন্ধ হতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম