।। প্রথম কলকাতা ।।
Homemade Body Scrubs: মুখের উজ্জ্বলতা আনতে মানুষ অনেক ধরনের ফেসপ্যাক বা স্ক্রাব ব্যবহার করে থাকে। মুখ পরিষ্কার রাখার পাশাপাশি বডি পলিশও করতে হবে। যার ফলে শরীরের ঔজ্জ্বল্য যেমন বজায় থাকে, তেমনি ত্বক সুস্থ থাকে এবং মৃত কোষও দূর হয়। এর জন্য আপনাকে বেশি টাকা খরচকরতে হবে না। ঘরে পাওয়া কিছু জিনিস থেকে বডি স্ক্রাব তৈরি করতে পারেন। যা শরীরে জমে থাকা ময়লাও দূর করবে।
চিনি:
চিনি একটি খুব ভালো বডি স্ক্রাবার। এটি দিয়ে শরীর স্ক্রাব করলে মৃত কোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয়। চিনির স্ক্রাব তৈরি করতে চিনির সঙ্গে 2-3 চামচ নারকেল তেল বা বাদাম তেল নিয়ে শরীরে ম্যাসাজ করুন।
কফি:
শরীর থেকে মরা চামড়া দূর করতে কফি কার্যকরী। এছাড়াও এতে উপস্থিত ক্যাফেইন ত্বককে টানটান রাখে এবং ত্বক উজ্জ্বল করে। কফি স্ক্রাব তৈরি করতে কফিতে অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করে শরীরে স্ক্রাব করুন।
ওটস:
সংবেদনশীল ত্বকের জন্য ওটমিল স্ক্রাব সবচেয়ে কার্যকরী। এটি তৈরি করতে প্রথমে ওটস নিন, এবার তাতে দই মিশিয়ে শরীরে স্ক্রাব করুন। মুসুর ডাল স্ক্রাব আপনার ত্বক নরম রাখে ৷ এটি থেকে স্ক্রাব তৈরি করতে মুসুর ডাল মিক্সারে পিষে নিন। এতে মধু ও অলিভ অয়েল মিশিয়ে নিন।
চালের আটা:
আপনি যদি ত্বকের স্বর উন্নত করতে চান তবে আপনি চালের আটার তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন । চালের আটার স্ক্রাবার তৈরি করতে প্রথমে চালের আটা নিন তাতে দই বা জল যোগ করুন এবং একটি পেস্ট তৈরি করুন তারপর শরীর স্ক্রাব করুন। তাহলে আর চিন্তা রইল না। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন এই প্যাকগুলি। মুখের সঙ্গে সঙ্গে বডির জেললা বাড়বে আপনার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম