।। প্রথম কলকাতা ।।
Indrani Dutta Dance School Admission: নামী শিল্পীর কাছে সন্তানকে নাচ শেখাতে চান? সেই শিল্পী যদি হন অভিনেত্রী নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত! তবে তো দারুন ব্যাপার হবেন তাই না? আপনি বলবেন, এমন প্রখ্যাত শিল্পীর কাছে নাচ শেখাতো অনেক টাকার ব্যাপার। তাছাড়া ভর্তির সুযোগও তো পেতে হবে। চাইলেই কি সেখানে ভর্তি হওয়া যাবে! আপনাকে জানাই, মাসিক বেতন তেমন কিছু নয়। আপনার সন্তানের নাচের প্রতি আগ্রহ থাকলেই চলবে। তাছাড়া ইচ্ছে থাকলে ইন্দ্রাণী দত্তের কাছে নাচ শিখতে পারেন আপনিও। আপনার হয়তো ছোটবেলায় নাচ শেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু পড়াশোনা, কাজের চাপে তা হয়ে ওঠেনি। এখন কিন্তু সেই ইচ্ছে পূরণ করতেই পারেন। ভাবছেন, এই বয়সে আবার!তাহলে বলি, কি আর এমন বয়স আপনার! ষাট বছর বয়সীদের জন্যও ইন্দ্রাণী দত্তের কাছে নাচ শেখার সুযোগ রয়েছে। কি একবার ভেবে দেখবেন নাকি? তাহলে চলুন ইন্দ্রাণী দত্তের কলা নিকেতনে ভর্তির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ইন্দ্রাণী দত্তের নাচ তো টিভির পর্দায় অনেকবার দেখেছেন। হয়তো দেখেছেন তাঁর স্টেজ পারফরম্যান্সও।তখন অনেকেরই ইচ্ছে হয়, ইস্, এমন সেলিব্রিটির কাছে যদি নাচ শিখতে পারতাম! মনে হয়, যারা তাঁর কাছে নাচ শিখছেন তাঁরা সত্যিই লাকি। তবে সময় ও ইচ্ছে থাকলে আপনার স্বপ্নও সফল হবে। সেজন্য কি কি করতে হবে জেনে নিন। প্রথমেই জানিয়ে রাখা যাক, ইন্দ্রানী দত্ত কলা নিকেতনের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যেই। ভর্তির নির্দিষ্ট কোনও বাঁধাধরা সময়ও নেই। সারা বছর ধরেই এখানে অ্যাডমিশন করানো হয়। তাতে সবাই নিজেদের সময় সুযোগ মতো ভর্তি হতে পারে। এখানে পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে।
কলা নিকেতনের অ্যাফিলিয়েশন রয়েছে এলহাবাদ বোর্ডের সঙ্গে। যাঁরা শুধুমাত্র নিজেদের প্যাশনে নাচ শিখতে চায় তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী করে তোলা হয়। সেজন্য তাদের ফর্ম ফিলআপ করানো হয়।প্রত্যেকে অ্যানুয়ল শোয়ে অংশ গ্রহণের সুযোগ পায়। যাঁরা সেরা পারফর্মার তাঁদের অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এখানে চার বছর বয়স থেকে ভর্তির সুযোগ রয়েছে। অনেক বাবা-মায়েরা মনে করেন তাঁদের সন্তান তিন বছর বয়সেই নাচের জন্য উপযুক্ত। সেইসব শিশুদেরও ভর্তি করে নেওয়া হয়। বয়সের ভিত্তিতে ক্লাসের সময় ভাগ করা থাকে। স্কুল পুরো নিজে দায়িত্ব নিয়ে চালনা করেন ইন্দ্রাণী। সবাইকে তো তাঁর নিজের পক্ষে শেখানো সম্ভব হয় না। সেজন্য প্রত্যকটি ক্লাসে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।
এছাড়াও সময় সুযোগ করে ছাত্রছাত্রীদের সঙ্গে থাকেন ইন্দ্রাণী দত্ত। তাছাড়া কোনও অনুষ্ঠান বা পরীক্ষা, শোয়ের সময় তিনি নিজে স্পেশাল কেয়ার নেন। এখানে কত্থক, ভরতনাট্যম, ওডিসি, ক্রিয়েটিভ ডান্স, বলিউডি ডান্স শেখানে হয়। এবার আসা যাক মাস মাইনের কথায়। বাচ্চা থেকে বড় সকলের জন্য ভর্তির সময় জমা দিতে হয় তিন হাজার টাকা। আর মাসিক বেতন ৯০০ থেকে হাজার টাকা। ইন্দ্রাণীর নাচের স্কুলের আরও একটি বিশেষ দিক হল যে কোনও বয়সে নাচ শেখার স্বপ্ন পূরণ করা যায়। ৬০ বছরেও যদি কেউ নাচ শিখতে চায় তিনি স্বপ্নপূরণের সুযোগ পাবেন। যোগাযোগের নম্বর- ৯৮৩০০২০৩৪৮।তাহলে আর দেরি নয়, ইচ্ছে থাকলে নেমে পড়ুন স্বপ্ন পূরণে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম