।। প্রথম কলকাতা ।।
Rose Water for Shiny Hair: চুলের সৌন্দর্য বাড়াতে চান? কয়েক ফোঁটা গোলাপ জলেই করবে কামাল। হাজার সমস্যার সমাধান কয়েক ফোটা গোলাপ জলে। আজ আপনাদের এমন কয়েকটি টিপসের কথা বলবো যা আপনার চুলকে করে দেবে ঝলমলে, মসৃন এবং ঘন। কমবে চুল পড়াও। এমনকি পাকা চুল বন্ধ হওয়ার সমাধানও পাবেন। আবহাওয়ার পরিবর্তন,রোদ, ধুলো ইত্যাদি বিভিন্ন কারণে চুলের নানান সমস্যায় ভুগছেন? যত দিন যাচ্ছে চুল পড়া বাড়ছে আর চুল হয়ে যাচ্ছে রুক্ষ শুষ্ক? এবার সব সমস্যার সমাধান হবে গোলাপজলেই।একদম ম্যাজিকের মতো কাজ করবে।
সাধারণত সৌন্দর্য বৃদ্ধিতে গোলাপ জলের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। তবে জানেন কী, গোলাপ জল চুলের জন্য সমানভাবে ব্যবহার করা সম্ভব। চুলের পুষ্টি যোগাতে ও ত্বককে সতেজ রাখতে গোলাপ জলের বিকল্প কিছু হয় না। গোলাপজল চুলের পিএইচ ভারসাম্য বজায় রাখে।গোলাপ জলে পাওয়া যায় ভিটামিন এ, সি, ই এবং বি। প্রতিটি ভিটামিনই স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চুলের জেল্লাও হয় দেখার মতো। এছাড়াও গোলাপ জলে আছে অ্যান্টি-অক্সিড্য়ান্ট উপাদান। যা স্ক্যাল্পের নানা সমস্যা মুহূর্তেই সমাধান করে। চকচকে, মসৃণ ও ঘন চুল মহিলাদের সৌন্দর্যের অন্যতম প্রতীক। প্রাকৃতিক উপায়ে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে মাত্র কয়েক ফোঁটা গোলাপ জল ব্যবহার করলেই মিলবে সুফল।
কিভাবে ব্যবহার করবেন?
শীতকালে খুশকির প্রকোপ খুব বেশি দেখা যায়। বিশেষ করে চুল অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হয়ে গেলেও খুশকির সমস্যা দেখা দিতে পারে। চুলের খুশকি দূর করতে গোলাপজল কাজে আসতে পারে। গোলাপজলের মধ্যে লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে মালিশ করে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। খুশকি দূর হবে নিমেষে।
শুষ্ক ও রুক্ষ চুলের জন্য মাস্ক খুবই জরুরি। দু’চামচ গোলাপ জল এবং কিছুটা পরিমাণে অ্যালোভেরা মিশিয়ে নিয়ে ভাল করে মাথার ত্বকে এবং চুলে মেখে কিছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার এই মাস্কটি ব্যবহার করলে চুল হবে রেশমের মতো মসৃণ ও কোমল।
সূর্যের ক্ষতিকারক রশ্মি যে শুধু ত্বকের ক্ষতি করে, তা নয়। চুলের উপরেও এর প্রভাব পড়ে। এক চামচ জোজোবা তেলের সঙ্গে গোলাপজল এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এই মিশ্রণটি চুলে ব্যবহার করতে পারেন। রোদে পুড়ে চুল লাল হয়ে যাওয়ার সমস্যাও দূর হবে এতে।
পাকা চুলের সমস্যায় ভুগছেন? তার সমাধানও হবে গোলাপজলেই। শুধু বয়স বাড়লে নয়, পাকা চুল নিয়ে ইদানীং সমস্যায় পড়েছেন অনেক কমবয়সিরাও। পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে গোলাপজল বেশ ভাল কাজ করে। গোলাপজলের সঙ্গে দু’চামচ পেঁয়াজের রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে চুলে মেখে নিন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে প্রায় দুই থেকে তিন বার এই মিশ্রণের ব্যবহারে চুল থাকবে কালো এবং ঝলমলে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম