।। প্রথম কলকাতা ।।
Hair Care Tips: ৫৬ বছর বয়সী মাধুরীর ঘন কালো চুল। নায়িকার চুলের সৌন্দর্যের সিক্রেট কী? বিশেষ পদ্ধতিতে বানানো একটি তেল চুলে ব্যবহার করেন। কীভাবে বানাতে হয়? বয়স যতই বাড়ুক! এই তেল মাখলে আপনার চুলে প্রাণ ফিরবে। চুল পড়বে না, কালো থাকবে, ঘন হবে। জানুন মাধুরীর সুন্দর চুলের রহস্য।
ত্বকের চেয়েও চুল সারা জীবনই নজরকাড়া মাধুরীর। তার জন্য খাটনিও কম করেন না! চুলের যত্নের জন্য মাধুরী দীক্ষিত ঘরেই হেয়ার অয়েল তৈরি করেন। তার জন্য তিনি আধ কাপ নারকেল তেল, ১৫-২০টি কারি পাতা। ১ চা চামচ মেথি বীজ ও ১টি ছোট পেঁয়াজ। প্রথমে তেল গরম করে তাতে মেথি বীজ যোগ করে কয়েক মিনিট ফোটান। মেথি বীজ বাইরে ছিটকে পড়া শুরু করলে তাতে পেঁয়াজ যোগ করেন। এরপর কয়েক মিনিটের জন্য ফুটতে দিন। এরপর ঠান্ডা করে প্রতি ৩ থেকে ৪ দিনে একবার করে মাথার ত্বক ও চুলে লাগান।
বিশেষজ্ঞরা বলছেন, চুলের যত্নের জন্য নারকেল তেল চুলকে দূষণের ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়া কারি পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা চুলকে প্রাকৃতিকভাবে হাইড্রেটেড করে। মেথির বীজ মাথার ত্বকে চুলকানি জ্বালাভাব, খুশকি, চুল পড়া বন্ধের জন্য পারফেক্ট। পেঁয়াজ চুল পড়া কমাতেও সাহায্য করে।
নিয়মিত শুটিংয়ের কাজ থাক কিংবা না থাক, ত্বকের যত্ন নিতে ভোলেন না তিনি। বিশেষ করে চুলের যত্নে কোনও আপস করেন না নায়িকা। সপ্তাহে বেশ কয়েক বার নানা ধরনের ঘরোয়া প্যাক চুলে ব্যবহার করেন। সেই সঙ্গে স্পা, শ্যাম্পু এবং আরও নানা পদ্ধতি তো রয়েছেই। আরও একটি হেয়ার মাস্কের কথা জানিয়েছে তিনি।
এর জন্য লাগবে একটি পাকা কলা, ২ টেবিলস্পুন দই ও ১ চা চামচ মধু। এবার সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর চুলের ত্বক থেকে আগা পর্যন্ত
ভালোভাবে লাগিয়ে ফেলুন। ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন। তবে মাথায় ক্যাপ পড়লে তা আরও ভালো হয়। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা চাই।
স্নিগ্ধ অথচ চোখ ধাঁধানো রূপের উদাহরণ দিতে হলে একটা নামই মনে পড়ে! মাধুরী দীক্ষিত।মাধুরীর রূপলাবণ্যে মজে মহিলা অনুরাগীরাও। সময়ে এগিয়েছে। বলিউডে রাজ করেছেন আরও অনেক সুন্দরী নায়িকা। কিন্তু এখনও পর্যন্ত অনেকেরই স্বপ্নসুন্দরী হয়ে থেকে গিয়েছেন মাধুরী।যাঁর স্টাইলিং, ফ্যাশন সেন্সের সব সময়ই প্রশংসা করতে হয়। এই বলি-ডিভা যে পোশাকই পরুন না কেন, তাঁর লাবণ্য় কোনওভাবেই কম হয় না। মাধুরীর মিষ্টি হাসি এবং ট্র্যাডিশনাল পোশাকে সবার হৃদয় চুরি করেন তিনি। তাই তার চুলের স্পেশ্যাল টোটকা ফলো করে দেখুন। কাজে দেবেই ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম