।। প্রথম কলকাতা ।।
পুজোর আগে ইনস্ট্যান্ট গ্লো চান? পুজোয় বেরোনোর আগে হাতে মাত্র এক ঘণ্টা সময়? কোন ব্যাপার না, চটজলদি জেল্লা পাবেন কয়েকটি ঘরোয়া উপায়ে! পার্লারে যতই ফেসিয়াল করুন না কেন, এই টিপস ফলো করে দেখতে পারেন! উৎসব একদম দোরগোড়ায়। পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। বছরের এই সময় সকলেই সুন্দর চেহারা পেতে চায়। কিন্তু শেষ মুহূর্তে পার্লার যাওয়ার আর সুযোগ নেই। এখন পার্লারের সামনেও লম্বা লাইন। পুজো শুরুর আগে হাতে এক ঘণ্টা সময় থাকলেই আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না। ত্বকের জেল্লা ফিরে পেতে বাড়িতেই ফলো করুণ এই টোটকা গুলি। পুজোয় আপনার জেল্লাদার নিখুঁত ত্বক দেখে চোখ ফেরাতে পারবে না কেউই। জেনে নিন কি কি করতে হবে।
ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষের কারণ ত্বক উজ্জ্বলতা হারায়। এর জন্য এক চামচ চিনির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে দিন। এই মিশ্রণটা মুখে, গলায়, ঘাড়ে ভাল করে ঘষে করে নিন। হালকা হাতে স্ক্রাব করবেন। ৩-৪ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর একটু এলোভেরা লাগিয়ে আবার মুখ ধুয়ে নিন। এতে স্কিন নরম হবে। আর দেখবেন ট্যান উঠে জেল্লা ফিরেছে আপনার ত্বকের।
এছাড়াও কাঁচা দুধের ফেসপ্যাক বানাতে পারেন। সেক্ষত্রে ২ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ বেসন ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট পনেরো-কুড়ি অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি সান-ট্যানের সমস্যা দূর করবে এবং ত্বকে এনে দেবে সোনালি আভা।
ত্বকের জেল্লা ফেরাতে দারুণ উপকারী কফির প্যাক। এক চামচ কফির সঙ্গে দু চামচ মধু মিশিয়ে তা ত্বকের ব্যবহার করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন জল দিয়ে। কয়েক মিনিটের মধ্যেই তফাৎ চোখে পড়বে।
এবার এমন একটি ঘরোয়া ফেসিয়ালের কথা বলব যা হার মানাবে পার্লারের ফেসিয়াল কেউ। সময় নষ্ট না করে ঝটপট শিখে ফেলুন। দেখুন কি ভাবে করবেন? ফেসিয়াল করার আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এবার একটি পাত্রে ২ চা চামচ কাঁচা দুধ নিয়ে তাতে ১ চিমটি লবণ এবং ২ চিমটি হলুদ মিশিয়ে নিন। দুধে এই উপাদানগুলি মেশানোর পরে, একটি তুলোর প্যাড এতে ডুবিয়ে দিন। এবার এই তুলার প্যাডটি মুখে বৃত্তাকার মোশনে একটানা ৩ থেকে ৪ মিনিট ঘষুন। ঘষার পর ১০ মিনিট এভাবে রেখে তারপর জল দিয়ে মুখ পরিষ্কার করুন।
এবার স্ক্র্যাব করার সময়। এর জন্য ২ চা চামচ কাঁচা দুধ, আধ চা চামচ কর্ন ফ্লাওয়ার এবং ১ চা চামচ চালের আটা মিশিয়ে নিন। যদি পেস্টটি খুব ঘন হয় তবে এটি পাতলা করতে গোলাপ জল যোগ করুন। এবার এই মিশ্রণ দিয়ে মুখ ভালো করে স্ক্রাব করুন। এটি ত্বকের ব্ল্যাকহেডস এবং অতিরিক্ত তেল দূর করতে খুবই কার্যকরী।
স্ক্রাব করার পরে, কাঁচা দুধ থেকে ক্রিম তৈরি করুন। এর জন্য একটি পাত্রে ১ চা চামচ কাঁচা দুধ নিয়ে তাতে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। আপনি চাইলে এতে অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন। এতে তুলোর বল ডুবিয়ে মুখে ৩-৪ মিনিট ঘষে নিন। এবার মুখটা এভাবে ৫-৬ মিনিট রেখে তারপর ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
ফেসিয়ালের চতুর্থ ধাপ হল ফেসপ্যাক। এর জন্য একটি পাত্রে এক বা দুই চামচ কাঁচা দুধ নিন। এখন আপনার ত্বকের ধরন অনুযায়ী উপাদান নিন। তৈলাক্ত ত্বক হলে মুলতানি মাটি, শুষ্ক ও স্বাভাবিক হলে কলার ম্যাশ ব্যবহার করুন। ফেসপ্যাক লাগানোর পর ১০ মিনিট এভাবে রেখে তারপর জল দিয়ে মুখ পরিষ্কার করুন। এরপর অবশ্যই মশচারাইজার এপলাই করবেন। ব্যাস ত্বকের জেল্লা পাবেন নিমেষে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম