।। প্রথম কলকাতা ।।
পুজোর আগে চুলের জন্য এই ৪ নিয়ম মানুন চুল পড়া, রুক্ষ শুষ্ক ভাব, ডগা ফেটে যাওয়া সব দূর হবে। এই বিশেষ টোটকায় পুজোর আগে ঘরের কিছু টুকটাক জিনিস দিয়ে নায়িকাদের মতো চুলের গ্ল্যামার বাড়বে আপনারও, কীভাবে? এত কষ্ট করে চুলের যত্ন নেওয়ার পরেও কি হেয়ার ফল কমছে না? তাহলে পুজোর আগে এই ৪ টি নিয়ম মেনে চলুন। চুলকে রক্ষা করতে বিছানায় বা বালিশে মাথা রাখার আগে মাথায় ভাল করে সুতির কাপড় বেঁধে নিতে পারেন। তাতে চুল পড়া ও গোড়া আলগা হয়ে যায় না। চুলে বিনুনি বা বেঁধে কাপড় দিলে সবচেয়ে ভাল হয়।
বাড়িতে হেয়ার স্পা করতে চাইলে কলা সবচেয়ে ভাল উপকরণ। ভাল করে কলা স্ম্যাশ করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য মধু। এই মিশ্রণ চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। কলা দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে ব্যবহার করলে চুল মোলায়েম এবং উজ্জ্বল হয় বলছেন বিশেষজ্ঞরা।
ত্বকের তুলনায় চুলের যত্ন নেওয়াটা কঠিন। সারাদিন অফিস বা অন্যান্য কাজে ব্যস্ত থাকায় চুলের যত্ন অনেকসময় নেওয়া হয় না। পুজোর আগে ইনস্ট্যান্ট চুলের গ্লো পেতে এই নিয়মগুলো মানুন। বায়োটিন বা ভিটামিন বি৭ চুলের হাল ফেরাতে খুবই কাজের। চুল নরম রাখতে ও হেয়ার ফল কমাতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। তাই এই হেয়ার মাস্ক আপনার চুলেও ম্যাজিকের মতো কাজ করবে।
একটি পাত্রে একটি ডিম ফাটিয়ে নিন তার মধ্যে পরিমাণ মতো টক দই মেশান। এক চামচ আমন্ড অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। সেটি আপনার চুলে লাগান। ১ ঘণ্টা পরে শ্যাম্পু করুন উপকার মিলবে।
ঘুমানোর আগে চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে নিন। এই কাজটি চুলকে সুস্থ ও যে কোনও সমস্যা থেকে রক্ষা করে। চুল আঁচড়ালে চুলের জট খুলে যায় পরিস্কার হয়ে যায় ও মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। আপনার পছন্দের যে কোনও তেল লাগাতে পারেন। কয়েক মিনিটের জন্য আপনার মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন। তারপর চুল বেঁধে নিয়ে ভাল ঘুম দিন।
রাতে চুলে তেল দিলে চুলের গোড়া মজবুত হয়। চকচকে এবং নরম চুল পেতে আপনি পরের দিন সকালে আপনার চুল শ্যাম্পু করে নিতে পারেন। আপনি যদি আপনার মাথার ত্বকে তেল দিতে পছন্দ না করেন তবে আপনি একটি সিরাম ব্যবহার করতে পারেন।
উৎসবের আগে এই এক সপ্তাহ প্রত্যেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তচু চুলের জন্য কী করবেন বুঝতেই পারছেন না? এই টিপসগুলোই কাজে লাগবে আপনার। চুলের সব সমস্যা দূর হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম