।। প্রথম কলকাতা ।।
সোমবার ৩৩ বছর বয়সে ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন গ্যারেথ বেল। তিনি বলেছেন, জীবনের পরবর্তী পর্যায়ে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বর্ণাঢ্য কেরিয়ারে ৬৬৪ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ২২৬ গোল করেছেন। জিতেছেন ২২টি ট্রফি। যার মধ্যে রয়েছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ।
১৯৫৮ সালের পর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে বেলের দেশ। কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপে ওয়েলসের নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে গ্রুপ পর্বেই তার কাঙ্ক্ষিত ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে যায়। ওয়েলস মধ্যপ্রাচ্যের দেশটিতে দুটি ম্যাচে হেরেছে এবং একটিতে ড্র করেছে। তিনি ওয়েলসের সর্বোচ্চ গোলদাতা। দেশকে আন্তর্জাতিক ফুটবলে দুইবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছায় ওয়েলস।
২০০৬-০৭ মরসুমে সাউদাম্পটনের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন গ্যারেথ বেল। এরপর ২০০৭-১৩ টানা ছয় মরসুম কাটান টটেনহ্যাম হটস্পারে। সেখান থেকে পাড়ি দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। ২০১৩-২২ টানা ৯ মরসুম রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। এরপর যোগ দেন লস এঞ্জেলস এফসিতে।
এদিন বেল একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেন, “সাবধানে এবং চিন্তাশীল বিবেচনার পরে, আমি ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল থেকে আমার অবিলম্বে অবসর ঘোষণা করছি।” তিনি আরও বলেন, “আমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান বোধ করি যে আমি যে খেলাটি পছন্দ করি তার স্বপ্ন উপলব্ধি করতে পেরেছি। এটি সত্যিই আমাকে আমার জীবনের সেরা কিছু মুহূর্ত দিয়েছে। ১৭ মরসুমের সর্বোচ্চ উচ্চতা, যা প্রতিলিপি করা অসম্ভব হবে, যাই হোক না কেন পরবর্তী অধ্যায় আমার জন্য সঞ্চয় আছে।”