।। প্রথম কলকাতা।।
IRCTC Recruitment: যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা রেলের চাকরি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কারণ সম্প্রতি আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের ( IRCTC) তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি ভারতীয় রেলের অধীনে থাকা একটি সংস্থা। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, আর সেই পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন , বেতন কত দেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে।
পদ: কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
বয়স সীমা: আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে । আর তাদের বয়স হিসাব করা হবে ০১.০৪.২০২২ তারিখ অনুযায়ী। এসসি, এসটি এবং ওবিসি শ্রেণির আবেদনকারীদের বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে।
বেতন: নিযুক্ত চাকরি প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫ হাজার থেকে শুরু করে ৯ হাজার টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:
* আবেদনকারীকে যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে।
* এছাড়াও প্রয়োজন SCVT/NCVT এর স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে COPA ট্রেডে আইটিআই সার্টিফিকেট।
শূন্যপদ : ২৫ টি
নিয়োগ প্রক্রিয়া: মেধার ভিত্তিতে লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টের প্রথম সারিতে যাদের নাম থাকবে তাদেরকেই নিযুক্ত করা হবে নির্দিষ্ট শূন্য পদ গুলিতে।
আবেদন প্রক্রিয়া:
* আবেদনকারীকে সর্বপ্রথম অনলাইনে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। www.apprenticeshipindia.gov.in
* তারপর ওই ওই ওয়েবসাইটে আবেদনকারীকে নির্দিষ্ট তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
* লগ ইন আইডি পাওয়ার পর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সেটি আপলোড করে দিতে হবে।
* এক্ষেত্রে আবেদন ফি সংক্রান্ত কোনো কিছু অফিশিয়ালি জানানো হয় নি অর্থাৎ আবেদনকারীদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না।
* বাছাই করা প্রার্থীদেরকে এক বছরের জন্য ট্রেনিং করানো হবে।
আবেদনের শেষ তারিখ: ১২.০১.২০২৩
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম