।। প্রথম কলকাতা ।।
Meghalaya Assembly Election 2023: উত্তর-পূর্বের তিন রাজ্য দিয়ে নির্বাচনী মরশুম শুরু হয়েছে। চলতি মাসেই ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya) এবং নাগাল্যান্ডে (Nagaland) ভোট গ্রহণ, গণনা ২ মার্চ। পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি আসনে হতে চলেছে উপনির্বাচন। কোথায় সেটি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে হবে উপনির্বাচন। কারণ ওই কেন্দ্রের বিধায়ক সুব্রত সাহা মারা গিয়েছেন। তবে এখন নজর শুধু রয়েছে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের দিকে। সাধারণকে নিজেদের দিকে টানার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলি।
এদিকে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে সবথেকে বেশি কথা হচ্ছে মেঘালয় ও ত্রিপুরার ভোট নিয়ে। কারণ এই দুই জায়গায় সরকার তৈরির জন্য উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস (Trinamool)। ত্রিপুরায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে বহু বিধায়ক যোগ দিয়েছে ঘাসফুল শিবিরে। অন্যদিকে মেঘালয়ে থাকা বাংলাভাষীদের টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। আর সেই উদ্দেশ্যেই সেখানে সফরে গিয়েছেন মাননীয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
মেঘালয়ের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার পর মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন-
- বিতর্কিত সীমানা এলাকার বাসিন্দারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন মেঘালয়ে। এবারের ভোটে কমিশনের নজর রয়েছে সবদিকে।
- সেইসঙ্গে নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাজ্যে ভোটারদের প্রভাবিত করার কোনওরকম চেষ্টা করা হলে বা টাকা বিতরণ করার ঘটনা যদি ঘটে, তাহলে কঠোর হাতে ব্যবস্থা নেওয়া হবে।
- পাশাপাশি তৃণমূলের উই কার্ড ও মাই কার্ডের মাধ্যমে মহিলা ও বেকারদের হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে রাজীব কুমার জানিয়েছেন, যে কোনও রাজনৈতিক দলের প্রতিশ্রুতি প্রদানের অধিকার রয়েছে। নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী এমনটাই জানা যায়। সেদিক থেকে কী প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তা নিয়ে বিস্তারিত জানার অধিকার ভোটারদের আছে। আর সেক্ষেত্রে এটা কোনও অন্যায় নয়।
উল্লেখ্য, বাংলার বাইরে নিজেদের ভীত শক্ত করার চেষ্টা করছে তৃণমূল। আর তাতেই তারা টার্গেট করেছে ত্রিপুরা আর মেঘালয়কে। যার জন্য বারবার সেখানে সফর করছেন তৃণমূল সুপ্রিমো। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ত্রিপুরা ও মেঘালয়ের নির্বাচন গুরুত্ব সহকারে দেখছে নির্বাচন কমিশন। আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে ত্রিপুরায়। নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট গ্রহণ হবে ২৭ তারিখ। তিন জায়গায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। ভোট করানো হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ইতিমধ্যেই নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে তিন রাজ্যে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম