।। প্রথম কলকাতা ।।
Poush mela: বিশ্বভারতীর মাঠে পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ তবে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন এই মামলার শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি। প্রসঙ্গত পৌষ মেলার জন্য রাজি হয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী কর্তৃপক্ষের বক্তব্য ৬ ডিসেম্বরের মধ্যে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ পেয়েছিল। গত সপ্তাহের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল। এরপর আদালতে নির্দেশ মেনে হলফনামা জমা দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিশ্বভারতীর মাঠে মেলা হবে না বলে জানিয়ে দেয়।।
ঝুলেই রইল পৌষমেলার ভবিষ্যৎ। বিশ্বভারতীর মাঠে পৌষ মেলা আয়োজনের জট কেটেও কাটলো না কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল ঐতিহ্যের কথা মাথায় রেখে মেলা করার অনুমতি দিক কলকাতা হাইকোর্ট। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। পৌষ মেলার অনুমতি নিয়ে বিশ্বভারতীর সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনার আরজি জাননো হয়েছে। শ্রেণীকেতন, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকে বিকল্প জায়গার খোঁজ রাখতে বলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
পৌষ মেলা নিয়ে বিশ্বভারতী হলফনামায় জানিয়েছে, তারা এই বছর অনুমতি দিতে পারছেন না। গত সাত বছর ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হয়ে এসেছে পৌষ মেলা। এ বছর তারা অনুমতি দেয়নি কারণ পরিবেশ আদালতের নির্দেশ মানা হয় না। এ প্রসঙ্গে উল্লেখ্য ২৩শে ডিসেম্বর ২০২২ সালে আসন্ন পৌষ মেলার জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেয়নি বিশ্বভারতী। এই ঘোষণার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বোলপুরের বাসিন্দা, গুরুমুখ জেঠওয়ানি। কলকাতা হাইকোর্টে বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করে গত বছরগুলিতে শর্তসাপেক্ষে মেলার আয়োজন করার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল। কিন্তু মেলায় হওয়া জমায়েত পরিবেশ রক্ষার শর্ত মেনে চলে না। সেই কারণে বারবার পরিবেশ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম