।। প্রথম কলকাতা ।।
Olaf Scholz: ভারতের (India) তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য আসতে চলেছে দুর্দান্ত সুযোগ। বিশেষ করে জার্মানিতে কাজের ক্ষেত্রে ভিসা পেতে আরো সহজ হবে। কারণ জার্মানি এখন দক্ষ শ্রমিকের অভাবের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে তারা চাইছে, ভারত থেকে তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞদের নিয়ে যেতে। রবিবার এমনটাই জানিয়েছেন জার্মান চ্যান্সেলর (Chancellor of Germany) ওলাফ স্কোলজ (Olaf Scholz)। ভারতের হাইটেক হাব বেঙ্গালুরু পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, ভিসা প্রদান সহজ করতে চান। জার্মানিতে যাওয়া কর্মী যারা জার্মান ভাষায় কথা বলতে পারেন না তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, যদি কেউ প্রথমে জার্মানি গিয়ে প্রথমে ইংরেজিতে কথা বলেন এবং পরে জার্মান শিখে নেন তাহলে এটিকে বাধা হিসেবে দেখা উচিত নয়।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ গত দুইদিন ভারত সফর শেষ করেছেন। তিনি ভারতের আইটি বিশেষজ্ঞ এবং দক্ষ কর্মীদের জার্মানিদের কাজ করার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, জার্মান সরকার এমন একটি ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে। যেখানে ভালো কাজের অফার এবং সহজে ভিসা পাওয়া যেতে পারে। রবিবার ভারতের সিলিকন ভ্যালি পরিদর্শন করার সময় তিনি সাংবাদিকদের জানান, জার্মান ভিসা প্রদানকে আরো সহজ করতে চায়। আইনি আধুনিকীকরণের পাশাপাশি জার্মান পুরো আমলাতান্ত্রিক প্রক্রিয়াকে আধুনিকরণ করবে। তাঁর মতে জার্মানির সফটওয়্যার ডেভেলপমেন্টের চাহিদা মেটাতে প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন হবে। এক্ষেত্রে ভাষা কোন বাধা হবে না। কারণ একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে জার্মানিতে আসা যে কেউ প্রথমে সহজেই সমস্ত সহকর্মীদের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। কারণ জার্মানিতে অনেকেই ইংরেজিতে কথা বলেন। পাশাপাশি জার্মান ভাষা শেখার সুযোগ রয়েছে।
জার্মানি দক্ষ কর্মী এবং প্রতিভার দরকার। ভারতে আইটি, সফটওয়্যারের বিকাশ বাড়ছে এবং অনেক সক্ষম কোম্পানি রয়েছে। সেখান থেকে জার্মানি উপকৃত হতে চায়। তিনি চান, জার্মানিতে সেই প্রতিভাকে আকর্ষণীয় ভাবে নিয়োগ করা হোক। আরো জানান, প্রচুর জার্মান কোম্পানি ভারতে সক্রিয় রয়েছে। যেখানে প্রায় হাজার হাজার ভারতীয় কর্মী চাকরি করছেন। তিনি জানান, “আমি নিশ্চিত যে অনেকেই জার্মানিতে দক্ষ কর্মী হিসেবে কাজ করার সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে”। রবিবার স্কোলজ বেঙ্গালুরুতে আইটি সংস্থা গুলি পরিদর্শন করেন, যার মধ্যে জার্মান সফটওয়ারের অংশ এসএপি দ্বারা পরিচালিত একটি সাইট রয়েছে। পাশাপাশি তিনি শনিবারও জানিয়েছেন, ভারত প্রচুর উন্নতি করছে, যা দুই দেশের সম্পর্কের জন্য খুবই ভালো। এই আলোচনা প্রসঙ্গে উঠে আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা। তিনি জানান রাশিয়ার আগ্রাসনের ফলাফলের কারণে গোটা বিশ্ব ভুগছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম