।। প্রথম কলকাতা ।।
বিরাট কোহলি ঘরের মাঠে তার ৫০তম টেস্ট ম্যাচে একটি বড় মাইলফলক অর্জন করলেন। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান পূর্ণ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার, ১১ মার্চ আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর চতুর্থ এবং শেষ টেস্টের তৃতীয় দিনে এই মাইলফলক অর্জন করেন কোহলি।
চতুর্থ টেস্টের শুরুতে ঘরের মাঠে ৪,০০০ রান পূর্ণ করতে বিরাট কোহলির মাত্র ৪২ রান দরকার ছিল। আহমেদাবাদে চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে ১৫ টেস্ট ইনিংসে অর্ধ-শতরান পাননি। এদিন অর্ধ-শতরানও পূরণ করেন বিরাট কোহলি।
একনজরে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট রান (ভারত) করেছেন যারা।
১) শচীন টেন্ডুলকার: ৯৪ ম্যাচে ৭২১৬ রান
২) রাহুল দ্রাবিড়: ৭০ ম্যাচে ৫৫৯৮ রান
৩) সুনীল গাভাস্কার: ৬৫ ম্যাচে ৫০৬৭ রান
৪) বীরেন্দ্র শেহবাগ: ৫২ ম্যাচে ৪৬৫৬ রান
৫) বিরাট কোহলি: ৫০ ম্যাচে ৪০০০* রান