।। প্রথম কলকাতা ।।
PM Narendra Modi: দেশের প্রধানমন্ত্রী বলে কথা, তিনি দেশবাসীর কাছে অত্যন্ত প্রিয়। এবার প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নিরাপত্তা (Security) নিয়ে। এক যুবক নিরাপত্তার বেড়া ভেঙে প্রধানমন্ত্রীর কাছে ছুটে চলে গেলেন, তার উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর গলায় নিজের হাতে মালা পরিয়ে দেবেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় (social media) তুমুল ভাইরাল। অনেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বা সুরক্ষা জনিত বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন ।
কর্নাটকে (Karnataka) প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ আছে কিনা এই মুহূর্তে সেই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। সেই সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী কেমন ছিল যে একজন সাধারণ যুবক সেই পরিবেশে সহজেই ঢুকে গেলেন? এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক ওই যুবককে মুহূর্তে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে গেছেন। তবুও পুরো বিষয়টি নিয়ে রয়েছে নানান ধন্দ।
ভারতবর্ষে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কম নয়। অনেকে ভক্তই চান তাঁর গলায় মালা পরাতে। বৃহস্পতিবার কর্নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব উৎসবে যোগ দিতে হুবলি (Hubballi) গিয়েছিলেন। সেখানেই ঘটে বিপত্তি। রোড শো (Road show) চলাকালীন এক যুবক হঠাৎ করে নিরাপত্তা বেষ্টনি পার করে প্রধানমন্ত্রীর গলায় মালা দিতে এগিয়ে আসেন। ওই যুবক প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছে চলে এসেছিলেন। সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে ওই যুবককে সেখান থেকে সরিয়ে দেন। এরপর জনগণের শুভেচ্ছা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী। এই ঘটনায় তাঁকে বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি। কর্ণাটক সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক যুব উৎসবের আয়োজন করেছিল, সেখানেই ঘটনাটি ঘটেছে।
#WATCH | Karnataka: A young man breaches security cover of PM Modi to give him a garland, pulled away by security personnel, during his roadshow in Hubballi.
(Source: DD) pic.twitter.com/NRK22vn23S
— ANI (@ANI) January 12, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম