।। প্রথম কলকাতা ।।
Ultodanga-Baguiati Auto Strike: ফের এই শহরের বুকে অটো নিয়ে শুরু হল সমস্যা। বেআইনিভাবে উল্টোডাঙ্গা রুটে অটো চালানোর প্রতিবাদে বন্ধ রাখা হল অটো পরিষেবা। যার ফলে সপ্তাহের কর্মব্যস্ত দিনে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হল নিত্য যাত্রীদের। আগাম কোন খবর ছাড়াই আচমকা এইভাবে অটো পরিষেবা বন্ধ রাখার ফলে চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে।
বিক্ষোভকারী অটোচালকদের দাবি, উল্টোডাঙ্গা- বাগুইআটি রুটে কোন অনুমতি ছাড়া বহু অটো চলছে প্রতিদিন। যার ফলে ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে তাদের। এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা । কিন্তু তাতে বিশেষ কোনো কাজ হয়নি। যার কারণে এবার তাঁরাই কড়া পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। যতক্ষণ এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ তাঁরা ওই রুটে কোনরকম অটো চালাবেন না বলেই স্পষ্ট জানিয়ে দেন। বাগুইআটি মোড়ে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় অটো চালকদের।
উল্লেখ্য, উল্টোডাঙ্গা-বাগুইআটি রুটে রোজ প্রায় ৪২৩ টি অটো চলাচল করে। একসাথে সকল অটো পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই বিষয়টি বড় সমস্যা হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দারা। যার কারণে ক্ষোভে ফেটে পড়েছেন বহু নিত্যযাত্রী। তাদের অভিযোগ এর আগেও বিভিন্ন বিষয়কে সামনে রেখে অটোচালকরা অটো পরিষেবা বন্ধ রেখেছিলেন। পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেও বন্ধ রাখা হয় উল্টোডাঙা থেকে বেশ কয়েকটি রুটের অটো চলাচল। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু কিছু অটোচালক বেশি ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। এমন অভিযোগ উঠে এসেছে। যদিও অটোচালকরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম