।। প্রথম কলকাতা ।।
Hera Pheri 3: ২০০০ সালে ‘হেরা ফেরি’ (Hera pheri) এবং ২০০৬ সালে সালে ‘ফিরি হেরা ফেরি’ (Phir Hera pheri) ছবির ব্যাপক সাফল্যের পর, এবার আসতে চলেছে হেরা ফেরি ৩’ (Hera Pheri 3)। তার শুটিং অনেকদিন আগেই শুরু হয়েছে। অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টি (Sunil Shetty) এবং পরেশ রাওয়ালকে (Paresh Rawal) এই সিনেমায় (Movie) একসঙ্গে দেখা যাবে। তার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। মুম্বাইয়ের একটা অনুষ্ঠানে এমনটাই জানান তিনি।
সম্প্রতি মুম্বাইয়ের (Mumbai) এক অনুষ্ঠানে দেখা যায় সঞ্জয় দত্তকে। সেখানেই ‘হেরা ফেরি ৩’ সিনেমা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি ছবিটা করছি। একটা অসাধারণ ফ্র্যাঞ্চাইজি। অক্ষয়, সুনীল এবং পরেশের সঙ্গে শুটিংয়ের জন্য মুখিয়ে রয়েছি।’’ ছবি নির্মাতারা এ বিষয়ে কিছু না বললেও, এই ছবিতে থাকার কথা নিজের মুখে স্বীকার করে নেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।
২০০০ সালে মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত ছবি ‘হেরা ফেরি’ এক বাড়িমালিক ও তাঁর দুই ভাড়াটের গল্প নিয়ে তৈরি হয় এই ছবি। চাকরি নিয়ে জর্জরিত দুই ভাড়াটে রাজু ও শ্যাম। ফলে বাড়িমালিক বাবুরাওকে বাড়িভাড়া দেওয়া তাঁদের পক্ষে দুষ্কর হয়ে ওঠে। এমন সময়ে এক ভুল নম্বর থেকে ফোন আসে তাঁদের বাড়িতে। সেই ভুল নম্বর থেকে আসা ফোনই তাঁদের আর্থিক সমস্যা সমাধানের উপায় হয়ে দাঁড়ায়। এটা একটি নির্ভেজাল মজার ছবি। ‘হেরা ফেরি’ ঠিক তাই। ‘হেরা ফেরি’ ছবির শেষ অংশ থেকে শুরু হবে ‘হেরা ফেরি ৩’।
‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) সিনেমা নিয়েও নানান বিতর্ক শোনা যায়। অক্ষয় কুমারের জায়গায় নাকি কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) দেখা যাবে। এই খবর প্রকাশ্যে আসতেই অক্ষয় কুমারের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিক্ষোভ দেখান। তাঁরা যে রাজু চরিত্রে অক্ষয় কুমারের বদলে অন্য কাউকে মানতে রাজি নন, সেটা পরিষ্কার হয়ে যায়। তাঁদের দাবি মেনেই অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা। ‘হেরা ফেরি ৩’ সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ‘হেরা ফেরি ৩-এর শ্যুটিং হবে বিদেশের নানা লোকেশনে। আবু ধাবি, দুবাই এবং লস অ্যাঞ্জেলেসের মতো জায়গায় ছবির শ্যুটিং হবে। বাবু ভাইয়া, রাজু আর শ্যাম বিদেশ যাবে। আর সেখানেই তাদের হেরা ফেরি শুরু হবে।’
সঞ্জয় দত্তের চরিত্রটি এই সিনেমায় কি ধরনের হতে চলেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কেউ কেউ বলছেন, ছবিতে রবি কিষেনের তুতো ভাইয়ের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। আবার কারুর মতে তার চরিত্রটি নাকি দৃষ্টিহীন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম