।। প্রথম কলকাতা ।।
SOLANKI VIKRAM NEW MOVIE: রোম্যান্টিক মুডে বিক্রম-শোলাঙ্কি। ইচ্ছেনদীর ৮ বছর পর বিক্রমের ঠোঁটে ঠোঁট! নতুন রূপে ফিরল অনুরাগ-মেঘলা। প্রেম-বন্ধুত্ব আর নস্টালজিয়ায় ফিরে গেলেন বিক্রম-শোলাঙ্কি। প্রাণের শহর কলকাতাকে ঘিরে কীভাবে তাঁদের প্রেমের শুরু? টেলিভিশনের পর্দায় গাঁটছড়ার খড়িকে যেভাবে দেখে অভ্যস্ত টেলিভিশনের দর্শক। সেই ভোল পাল্টে এবার একেবারে বোল্ড খড়ি। এবার সোজা বিক্রমের ঠোঁটে ঠোঁট শোলাঙ্কির। বাংলা টেলিভিশনে হাতে গোনা যে কয়েকটা জুটি মনে যত্ন করে সাজিয়ে রেখেছে দর্শক। তার অন্যতম অনুরাগ-মেঘলা। সেই রসায়নই ফিরল ৮ বছর পর।
মুক্তি পেল বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায় অভিনীত ‘শহরের উষ্ণতম দিনে’ ছবির ট্রেলর। ট্রেলার লঞ্চের আসরেও বিক্রম-শোলাঙ্কির খুনসুটি অনিন্দিতা আর ঋতবানের গল্প বলবে এই ছবি। যে প্রেমে রয়েছে প্যাশন আর ইমোশন। ট্রেলারে বিক্রম-শোলাঙ্কির চু্ম্বনেই ধরা পড়ে সেই ভালোবাসার ঝলক। বিকাল সাড়ে পাঁচটা বাজলেই স্টার জলসার ইচ্ছেনদী ধারাবাহিকে চোখ আটকে যেত সবার। বিক্রম-শোলাঙ্কির সেই রসায়ন আজও একটুও বদলায়নি। ছবির ট্রেলার লঞ্চের আসরেও জারি থাকল বিক্রম-শোলাঙ্কির খুনসুটি। দুজনকে সকলের সামনে ফিসফিসানি করতেও দেখা গিয়েছে। একসঙ্গে ফিরে আসবার প্রসঙ্গ উঠতেই নায়িকাকে খোঁচা দিয়ে বিত্রম বললেন, শুনেই তো ভয়ে ছিলাম, ভেবেছিলাম আবার আবার শোলাঙ্কিকে সহ্য করতে হবে।
বিক্রম-শোলাঙ্কি-অনিন্দিতা ছাড়াও এই ছবিতে দেখা মিলবে ছোটপর্দার আরও এক জনপ্রিয় মুখ অনামিকা চক্রবর্তী। থাকছেন অভিনেতা রাহুল দেব বসু, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রা। প্রথমা কাদম্বিনী ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শোলাঙ্কি। গাঁটছড়ার খড়িকেও ভুলতে পারেননি অনেকেই। বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা, অনবদ্য অভিনয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। সদ্য তাঁর জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ার সফর শেষ হয়েছে। শারীরিক অসুস্থতার কারণেই এই ধারাবাহিক থেকে ইতি টানতে হয়েছে তাঁকে। আসলে তিনি চেয়েছিলেন সাংবাদিক হতে। যদিও খড়ি বর্তমানে অভিনয় জীবনে বেশ সুখী।
শহরের উষ্ণতমে দিনে ছবিতে শোলাঙ্কির চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে। অন্যদিকে এই ছবিতে বিক্রমের চরিত্রের নাম ঋতবান। ২৮ বছর বয়সের একজন ফটোগ্রাফার সে। পি এইচ ডি স্কলারও। পুরনো সম্পর্ক ফেলে ঋতবান কেরিয়ারের টানে ৫ বছরের জন্য চলে যায় লন্ডনে। অন্যদিকে কলকাতাকে আঁকড়ে ধরেই অনিন্দিতা নিজের মতো করেই কেরিয়ার খুঁজে নেয়। ভালবাসা আর আবেগের টানে এই শহর ছাড়তে পারে না সে। এর আগে বড়পর্দায় বাবা, বেবি ও-র মতো ছবি করেছেন শোলাঙ্কি। অন্যদিকে বিক্রমের ঝুলিতে রয়েছে অজস্র কাজ। আগামী ৩০শে জুন মুক্তি পাবে ইচ্ছেনদী জুটির আসন্ন ছবি শহরের উষ্ণতম দিনে। ট্রেলার জুড়ে অভিনয় ও সম্পর্কের পাশাপাশি দুচোখ ভরে দেখা যাচ্ছে কলকাতাকে। আইকনিক জায়গা থেকে শুরু করে নাম না জানা সব অলিগলি। শহরের উষ্ণতম দিনে জুড়ে শুধুই কলকাতা আর কলকাতা। তবে শুধু প্রেমের সম্পর্ক নয়, ধরা পড়ল বন্ধুত্বের গল্পও। সম্পর্ক আর বন্ধুত্বের মিশেলে তিলোত্তমা কতটা মন কাড়তে পারল, সেই উত্তর দেবে বক্সঅফিস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম