।। প্রথম কলকাতা ।।
Visva Bharati University: বিগত প্রায় ২১ দিন ধরে উত্তাল হয়ে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্যের কার্যালয় ঘিরে ছাত্র বিক্ষোভের পর তাঁর বাসভবনের সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারী পড়ুয়ারা। গতকাল উপাচার্য তাঁর বাসভবন থেকে বেরিয়ে অফিসে যেতে গেলে বিক্ষোভকারী পড়ুয়াদের বাধার মুখে পড়েন। আর বুধবার আরও এক ঘটনা ঘটায় রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
তাঁর নিরাপত্তার জন্য থাকা পুলিশকে তিনি সংবাদমাধ্যমের ক্যামেরা এবং ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন। যদিও পুলিশ তাঁর নির্দেশ পালন করেনি। এই কাজ করতে অস্বীকার করে পুলিশ। এর পরেই আরও মেজাজ বিগড়ে যায় উপাচার্যের। তিনি সাফ জানিয়ে দেন , কোনরকম রাজ্য পুলিশের সহায়তার প্রয়োজন নেই তাঁর। পুলিশের এক্ষেত্রে যা করা উচিত তা তাঁরা করছেন না। যার কারণে তাঁর পুলিশি নিরাপত্তার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত খবর থেকে এমন তথ্যই পাওয়া গিয়েছে।
বুধবার বিশ্বভারতীর বিশাল নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বাহিনীর ঘেরাটোপে উপাচার্য নিজের বাসভবন থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তখন বিগত কিছুদিন ধরে চলা এই অশান্ত পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই কারণে সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। শান্তিনিকেতন থানার ওসি পার্থকুমার ঘোষকে নির্দেশ দেন সাংবাদিকদের ক্যামেরা এবং ফোন কেড়ে নেওয়ার জন্য। উপাচার্যের এই আচরণে ফের একবার বিতর্ক দানা বেঁধেছে। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারী পড়ুয়াদের বিক্ষোভ মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। সব মিলিয়ে বর্তমানে বিশ্বভারতী চত্বরের পরিস্থিতি বেশ সরগরম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম