।। প্রথম কলকাতা ।।
Victoria memorial: প্রায় ১১৬ বছরের পুরনো ঐতিহ্যশালী ভিক্টোরিয়া মেমোরিয়াল হল জেরবার বায়ু দূষণে। বায়ু দূষণের ফলে ভিক্টোরিয়ার শ্বেত শুভ্র মার্বেল পাথর ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বায়ু দূষণের ফলে ভিক্টোরিয়ার শ্বেত শুভ্র মার্বেল পাথরে ছাপ পড়তে শুরু করেছে। শহর প্রতিদিনই আধুনিক হয়ে উঠছে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন এবং দূষণ। এই বিষাক্ত গ্যাস যেমন ক্ষতি করছে তেমন রেহাই পাচ্ছে না ব্রিটিশ আমলের তৈরি সৌধ।
তবে অনেকেই মনে করছেন শুধু ভিক্টোরিয়া কেন শহরের অন্যান্য হেরিটেজ ভবনগুলি দূষণের ফলে ক্ষতি হচ্ছে। কিছুটা একই ব্যাধিতে জর্জরিত হয়েছিল তাজমহল। স্মৃতিসৌধের উপর ধীরে ধীরে দূষণ ও ধূলিকণার চাদর চাপতে চাপতে মার্বেলের রং কোথাও ধূসর হলুদ আবার কোথাও কালচে হলুদ হতে শুরু করে। যদিও জনস্বার্থ মামলা হওয়ার পর, দেশ-বিদেশের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারপর শুরু হয় সংস্কার। বর্তমানে অনেকটা ঠেকানো গিয়েছে ক্ষতি।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং তার চারপাশ দিয়ে সর্বক্ষণ যাতায়াত করছে যানবাহন। আবার পাশেই রয়েছে ময়দান। একদিকে গাড়ির ধোঁয়া ,গ্যাস অন্যদিকে ধূলিকণা। সব মিলিয়ে আরো জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন মার্বেলের মূল উপাদান হল ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মধ্যে লৌহ জাতীয় দ্রব্য থাকে। এই লৌহ যখন জারিত বা অক্সিডাইসড হয় তখন এই ধরনের সমস্যা দেখা যায়। তাই পরিবেশ আদালতের তরফ থেকেও বারে বারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম