।। প্রথম কলকাতা ।।
Vikram Kirloskar: প্রয়াত টয়োটা কির্লোস্কর মোটরসের ভাইস চেয়ারপার্সন বিক্রম এস কির্লোস্কর। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের এই বিখ্যাত শিল্পপতি। টয়োটা মোটরস ইন্ডিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানির তরফ থেকে ট্যুইট করে জানানো হয়, “২৯ নভেম্বর টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস চেয়ারম্যান বিক্রম এস কির্লোস্করের অকাল মৃত্যুতে অত্যন্ত দুঃখিত আমরা। শোকের এই সময়ে আমরা সকলকে তাঁর আত্মার শান্তিতে প্রার্থনা করার জন্য অনুরোধ করছি। আমরা তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। ৩০ নভেম্বর দুপুর ১টায় বেঙ্গালুরুর হেব্বাল শ্মশানে শেষ শ্রদ্ধা জানানো যেতে পারে”।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক বিক্রম, ১৯৯৭-তে জাপানি ফার্ম টয়োটা মোটর কর্পোরেশনকে ভারতে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৮৮৮-তে প্রতিষ্ঠিত কির্লোস্কর গ্রুপের চতুর্থ প্রজন্মের সদস্য তিনি। তাঁর স্ত্রীর নাম গীতাঞ্জলি কির্লোস্কর এবং কন্যা মানসী কির্লোস্কর। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিক্রমকে দেশের স্বয়ংচালিত শিল্পের অন্যতম নেতা হিসেবে বিবেচিত করেছেন।
ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভারতের স্বয়ংচালিত শিল্পের অন্যতম প্রধান, টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস চেয়ারপার্সন শ্রী বিক্রম কির্লোস্করের অকাল মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর পরিবার এবং বন্ধুদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন’। অন্যদিকে বেঙ্গালুরু সদর দফতরের বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োকনের এক্সিকিউটিভ চেয়ারপার্সন কিরণ মজুমদার-শ বলেছেন, তিনি তাঁর প্রিয় বন্ধু বিক্রমের মৃত্যুতে বিধ্বস্ত। বিক্রম তাঁর এমন একজন প্রিয় বন্ধু ছিলেন, যাঁকে তিনি খুবই মিস করবেন।
We are extremely saddened to inform the untimely demise of Mr. Vikram S. Kirloskar, Vice Chairman, Toyota Kirloskar Motor on 29th November 2022. At this time of grief, we request everyone to pray that his soul rests in peace. [1/2]
— Toyota India (@Toyota_India) November 29, 2022
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম