।। প্রথম কলকাতা ।।
IPL 2023: রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস তৈরি করলেন কেকেআর অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ব্রেন্ডন ম্যাককালামের (Brendon McCullum) পরে দ্বিতীয় কলকাতা নাইটরাইডার্স (Kolkata Knightriders) ব্যাটার হিসেবে আইপিএলে সেঞ্চুরি করলেন। আইপিএলের প্রথম সংস্করণের প্রথম ম্যাচে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তারপর থেকে, অনেক ব্যাটার কেকেআরের হয়ে তিন-অঙ্কের স্কোরের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন।
গত মরসুমে প্রভাব ফেলতে ব্যর্থ হওয়ার পর ভেঙ্কটেশের জন্য এই মরসুমটি একটি ব্রেক সিজন ছিল। আইপিএল ২০২২-এর আগে কেকেআর দ্বারা ধরে রাখা খেলোয়াড়দের একজন ছিলেন। গত সিজনে ১২ ম্যাচে ১৬.৫৫ গড়ে মাত্র ১৮২ রান করেছিলেন। ভেঙ্কটেশ এই মরসুমে দায়িত্বটি ভালভাবে গ্রহণ করেছেন এবং কেকেআরের পক্ষে রানের মধ্যে রয়েছেন। গত সপ্তাহে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয়ে ৮৪ রান করেছিলেন এই অলরাউন্ডার।
রবিবার কেকেআর এন. জগদীসানকে হারানোর পর ক্রিজে আসেন ভেঙ্কটেশ। ডান হাঁটুর ঠিক উপরে আঘাত পেয়ে ইনিংসের শুরুতেই চোট পান তিনি। কিন্তু ভেঙ্কটেশ এতে বিভ্রান্ত না হয়ে বোলারদের মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। কেকেআর ব্যাটার মাত্র ২৪ বলে তার ফিফটি পূর্ণ করে এবং সেখান থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি মাত্র ৪৯ বলে তার শতরান স্পর্শ করেন এবং তার ইনিংসে ছিল ৫ চার এবং ৯ ছক্কা। ভেঙ্কটেশ শেষ পর্যন্ত ৫১ ডেলিভারিতে ১০৪ রান করে আউট হন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম