।। প্রথম কলকাতা।।
Ganga Aarti: বারাণসীর ধাঁচে বাংলার বুকে গঙ্গা আরতি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তারপর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গঙ্গার ঘাট পরিদর্শনে যান। কলকাতা পৌরসভার উদ্যোগে বেশ কয়েকটি ঘাট পরিদর্শন করার পর বাবুঘাট এবং মিলিনিয়াম পার্ক ৩ ঘাট গঙ্গা আরতির জন্য বেছে নেওয়া হয় । অবশেষে সিলমোহর পড়ল বাবুঘাটেই। প্রতিবছর সেখানেই দুর্গাপুজোর পর দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। আর এবার সেখানে সারা বছর ধরে চলবে গঙ্গা আরতি, এমনটাই জানিয়েছে পুরসভা।
এবিপি আনন্দ প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া খবর অনুযায়ী, গঙ্গা আরতির জন্য গঙ্গা মূর্তি এবং যে প্রদীপদানি ব্যবহার করা হবে তাও ইতিমধ্যে নির্বাচন করা হয়ে গিয়েছে। গঙ্গা ঘাটে আরতির জন্য একটি গ্রাফিক্যাল ডিজাইন তৈরি করা হচ্ছে কলকাতা পুরসভার উদ্যোগে বিষয়টি হল এখন ঘাটটিকে কেমন দেখতে লাগছে এবং গঙ্গা আরতির সময় ঘাটটিকে কেমন দেখতে লাগবে তার একটি গ্রাফিক ডিজাইন তৈরি করা হবে। তাতেই ঠিক করা হবে যে গঙ্গা আরতি করা হবে কোন দিকে মুখ করে, পুরোহিতরাই বা কোন দিকে থাকবেন এবং জনসাধারণ কোন দিকে বসবেন।
গঙ্গার ঘাটে একটি গঙ্গা দেবীর মূর্তিও প্রতিস্থাপন করা হবে। সেই মূর্তিও চূড়ান্ত করে ফেলা হয়েছে । সূত্রের খবর অনুযায়ী, যে প্রদীপদানিটি বেছে নেওয়া হয়েছে তার ওজন প্রায় ৩ কেজি। দুটি সংস্থা যাদেরকে গ্রাফিক ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা আগামী দুই সপ্তাহের মধ্যে কলকাতা পৌরসভার কাছে নিজেদের ডিজাইন জমা দেবে। সেই দুটির মধ্যে যেকোনো একটি নির্দিষ্ট করা হবে পুরসভার তরফ থেকে। এছাড়াও ঘাটের টাইলস পাল্টানো, ঘাটকে পরিষ্কার করা এই সমস্ত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । খুব তাড়াতাড়ি গঙ্গা আরতি শুরু করতে উদ্যত কলকাতা পুরসভা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম