।। প্রথম কলকাতা।।
Vani Jairam Death: প্রয়াত সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। শনিবার চেন্নাইয়ের (Chennai) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৭৮ বছর বয়সী গায়িকার দেহ। আচমকা গায়িকার মৃত্যুর খবরে হইচই পড়ে গিয়েছে দক্ষিণী সঙ্গীত মহলে। গেল মাসে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। যদিও সেই সম্মানস্মারক হাতে পাননি। পাওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন গায়িকা। প্রজাতন্ত্র দিবসের দিন দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পান বর্ষীয়ান এই শিল্পী। কিন্তু কে জানত এইভাবে চলে যাবেন তিনি। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে? এখনও তা কারোর কাছেই স্পষ্ট নয়।
তাঁর মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। ১৯৪৫-এর ৩০ নভেম্বর একটা তামিল পরিবারে জন্ম হয় শিল্পীর। তাঁর নাম ছিল কলাইবাণী। ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা করেছেন। পরবর্তীতে আরও নানা বিশিষ্ট জনের সংস্পর্শে এসে কর্ণাটকী সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন। গায়িকার স্বামী তিন বছর আগে প্রয়াত হন। ১৯টি ভাষায় প্রায় ১০ হাজার গান গেয়েছেন বাণী (Vani Jairam)।
‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গায়িকার কোনও সন্তান নেই। পুলিশকে এসে তাঁর ফ্ল্যাটের দরজা ভাঙতে হয়েছে। ঘরে ঢুকে তাঁকে মৃত অবস্থায় পায় পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। চেন্নাইয়ে হ্যাডোস রোড অ্যাপার্টমেন্টে একাই থাকতেন তিনি। যিনি ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করতেন, তিনি আজ দরজায় এসে কলিং বেল দিলে সাড়া পাননি গায়িকার। তখনই আত্মীয়-স্বজনদের খবর দেন। মনে করা হচ্ছে কোনওভাবে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন গায়িকা। তাঁর কপালে চোট দেখা গিয়েছে। তেমনভাবে অসুস্থ ছিলেন না শিল্পী। আচমকা তাঁর এভাবে চলে যাওয়া, দক্ষিণী ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ধাক্কা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম