।। প্রথম কলকাতা ।।
Loco Pilot of Vande Bharat : বাংলার বুকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে, এই খবর যেন গোটা রাজ্যবাসীর মনে খুশির জোয়ার নিয়ে এসেছিল। গতকাল বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। উদ্বোধন হওয়ার পর স্টেশনে স্টেশনে জনসাধারণের ভিড় লক্ষ্য করা যায়। বন্দে ভারত ট্রেনের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায়। আর সেই স্রোতে গা ভাসিয়েছিলেন এক মালগাড়ি চালক (Loco Pilot)। সেই ছবি পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন তিনি। আর ওই ছবি ঘিরেই এখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মাল গাড়ির চালককে বাংলার বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধনী চালক হিসেবে প্রচার করা হচ্ছে নেট মাধ্যমে। যা ক্রমশ দুশ্চিন্তা বাড়াচ্ছে ওই মাল গাড়ি চালকের।
বছর ৩৭ এর নদিয়ার এক বাঙালি যুবক হলেন শুভেন্দু বড়াই (Suvendu Barai)। তিনি বর্তমানে রেল গাড়ির চালক হিসেবে কর্মরত। বন্দে ভারত এক্সপ্রেসের সামনে তাঁর হাসিমুখে দাঁড়ানো একটি ছবি নেটিজেনরা দেদার শেয়ার করছেন। রীতিমতো সেটি ভাইরাল (Viral) হয়ে গিয়েছে। আর সেই ছবিতে দাবি করা হচ্ছে, শুভেন্দু হলেন বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম চালক, যিনি এই এক্সপ্রেস ট্রেনটি চালিয়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি নিয়ে গিয়েছেন। নেট মাধ্যমে অনেকেই শুভেন্দুকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু আসলে এইসব দেখে আরও ভয় বাড়ছে শুভেন্দুর।
তিনি আনন্দবাজার অনলাইনকে এই প্রসঙ্গে বলেন, পেশা জীবনে মাল গাড়ি চালানো পর্যন্তই তিনি যেতে পেরেছেন। যাত্রীবাহী ট্রেন এখনও পর্যন্ত চালাননি। সেই জায়গায় বন্দে ভারত এক্সপ্রেস তো অনেক দূরের কথা। শুধুমাত্র ট্রেনের সাথে একটি ছবি তুলেছিলেন। কিন্তু কীভাবে তার এই ছবি ভুল খবরসহ নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বিষয়টি তিনি নিজেও জানেন না। কেউ তাঁর কাছ থেকে আগে এই সম্পর্কে কিছু জিজ্ঞাসাও করেনি। তবে নেটিজেনদের এই বাড়বাড়ন্তে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন শুভেন্দু । এমনকি রেল কর্তৃপক্ষ তাকে শোকজ পর্যন্ত করতে পারে এমনটাও আশঙ্কা করছেন তিনি।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই মাল গাড়ির চালক শুভেন্দুকে নিজের পরিচয় জানাতে পুনরায় ফেসবুকে পোস্ট করতে হয়েছে। সেখানে তিনি সাফ জানিয়েছেন যে, তিনি একজন মাল গাড়ির চালক । কিন্তু তাতেও বিতর্ক থামানো যাচ্ছে না। ঘটনা এবং রটনার মধ্যে ফের একবার নেট নাগরিকরা তফাৎ বুঝতে পারছেন না। যার মাশুল গুনতে হতে পারে শুভেন্দুকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম