।। প্রথম কলকাতা ।।
Urfi Javed: তাঁকে নিয়ে এমনিতেই নেট মাধ্যমে আলোচনা কম হয় না। এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি। এমন এমন পোশাক পরে তিনি সকলের সামনে ধরা দেন, যা আদতে সকলের কাছে পোশাক বলে বিবেচিত হয় না। কারোর কাছে তাঁর নানা রকমের জিনিস দিয়ে পোশাক বানানোটা অতুলনীয় কলার মধ্যে পড়লেও, অনেকের কাছেই তা প্রশংসনীয় নয়। যে কারণেই নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হন উরফি জাভেদ (Urfi Javed)। এবার ব্যক্তিগত জীবন নিয়ে কী বলেছেন এই বিতর্কিত অভিনেত্রী? তাঁর বক্তব্য, অর্থ থাকলে জীবনের ৯৯ শতাংশ সমস্যার সমাধান করা যায়।
তাঁর পেশাগত জীবন মাঝেমধ্যেই সকলের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু সকলের সমস্ত কটাক্ষকে উড়িয়ে দিয়ে মায়া নগরীতে নিজের জমি শক্ত করেছেন তিনি। ‘নিউজ 18 বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি জানিয়েছেন, অল্প বয়সে বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তাঁর এই বিস্ফোরক দাবি নেট মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উরফি নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। কী তাঁর বক্তব্য? কিসের জন্য নিজের বাবাকে দায়ী করেছেন উরফি?
তাঁর কথায়, বাবা মোটেও ভালো ছিলেন না। শুধু তিনি নন, তাঁর বোন এবং মাকে বহুবার মারধর করেছেন বাবা। এক কথায় বাবার বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন তিনি। অভিনেত্রীর কথায়, তাঁর বাবার কারণেই ছোটবেলাটা অন্ধকারে ডুবে গিয়েছিল। প্রচুর বাঁধা আর নিষেধাজ্ঞা পেরিয়ে আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন। তিনি জানিয়েছেন, বাবা বাজে ভাষায় গালাগালি করতেন। বাড়ি থেকে বেরোনোর অনুমতি ছিল না। ফ্যাশন নিয়ে ছোট থেকেই আমার আগ্রহ ছিল। কিন্তু সেভাবে ফ্যাশন নিয়ে ধ্যান-ধারণা ছিল না। বিশেষ কোনও প্রশিক্ষণও নেওয়া ছিল না। ছোট থেকেই তাঁর লক্ষ্য স্থির ছিল। কী হবেন আর কী করবেন। তাঁর পরিষ্কার কথা, বেডশিট দিয়ে নিজের শরীর ঢাকতে চাই না। নিজের শরীর দেখাতে চাই। আর সেটাই আমার পছন্দ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম