।। প্রথম কলকাতা ।।
BAN vs IRE: সোমবার, ২০ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। দেশের মাটিতে দ্রুততম ওয়ানডে শতরানের রেকর্ডটি ভাঙলেন বাংলাদেশের এই উইকেট-রক্ষক ব্যাটার। তিনি মাত্র ৬০ বলে সেঞ্চুরি করেন। তার ইনিংসে সাজানো ছিল ১৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে বাংলাদেশ (Bangladesh) ওয়ানডেতে তাদের সর্বকালের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩৪৯ রান করেন।
মুশফিকুর রহিম গত বছর এশিয়া কাপে বাংলাদেশের বিদায়ের পরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ৯তম ওডিআই শতরানের পর প্রথম শতরান পেলেন মুশফিকুর রাহিম। এদিন আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে অপরাজিত ১০০ রান করে সাকিব আল হাসানের ১৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন বাংলাদেশের এই উইকেট-রক্ষক ব্যাটার। এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)।
ম্যাচের ৩৪তম ওভারে মুশফিকুর রহিম মাত্র ব্যাট করতে নামেন যখন বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯০। এদিন বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ৭০০০ রান পেরিয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার। এর আগে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান এই মাইলস্টোন অর্জন করেন। মুশফিকুর রহিমের ফর্মে ফেরা ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জন্য দারুণ খবর। রহিম ২০২২ সালে ১২ ম্যাচে মাত্র ২৩ গড় নিয়ে ২৩০ রান করেছিলেন। যার মধ্যে রয়েছে ২টি অর্ধশতক। তবে এরই মধ্যে চলতি বছরে ৫ ম্যাচে ৬০ এর কাছাকাছি গড়ে ২৩৪ রান করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম