।। প্রথম কলকাতা ।।
Budget 2023: শুরু হয়ে গেল ২০২৩ সালের বাজেট পেশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। যার কারণে ২০২৩ এর বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান এদিন সকাল ১১ টায় বাজেট ভাষণ শুরু করেন। তিনি জানান অমৃত কালের এটাই প্রথম বাজেট। কাজেই ভারতকে সমৃদ্ধ করার জন্য পরিকল্পনা করছেন তাঁরা। সব শ্রেণীর মানুষ যাতে সুবিধা পান সেই পরিকল্পনাই করা হয়েছে।
একই সঙ্গে এদিন তিনি বাজেট ভাষণের শুরুতেই জানান, ভারতের অর্থনীতি এগোচ্ছে একেবারে সঠিক পথে। অমৃত কালের এটাই প্রথম বাজেট পেশ। বিগত সময়ে মহামারীর সঙ্গে লড়াই করেছে দেশ। সেই সময়ও যাতে কেউ অভুক্ত না থাকে তা নিশ্চিত করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। প্রতি মানুষের আয়কে দ্বিগুণ করা হয়েছে। ভারতের অর্থনীতিকে বিশ্বের উজ্জ্বল নক্ষত্র হিসেবেই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, ২০১৪ সালের পর থেকে দেশের প্রত্যেকটি নাগরিকের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারতের অর্থনীতি। যাতে ভারতের পর্যটন ক্ষেত্রকে আরও উন্নত করা যায় সে ক্ষেত্রে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। এছাড়াও দেশের বেকার যুবক-যুবতীদের কাজের ক্ষেত্রকে নিশ্চিত করতে চাইছে কেন্দ্র সরকার। পাশাপাশি মহিলাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য সচেষ্ট হয়েছে দেশের সরকার। যা ইতিমধ্যেই দীনদয়াল উপাধ্যায় যোজনার মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছে। মহিলাদের সক্ষম করে তোলাই ভারত সরকারের অন্যতম লক্ষ্য। যাকে সামনে রেখে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হচ্ছে। এছাড়াও কেন্দ্র সরকার বাস্তবায়িত করেছে এলপিজি কানেকশন, পিএম জীবন জ্যোতি বীমা, পিএম কিষাণ নিধি প্রকল্প প্রভৃতি। আগামী বছর ২০২৪ সালের লোকসভা নির্বাচন। কাজেই ২০২৩ সালের বাজেট জনসাধারণের জন্য ঢালাও সুবিধা নিয়ে আসতে পারে এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা।
এই বাজেটে গ্রীন গ্রোথের ওপর প্রচুর পলিসি আসতে পারে। এছাড়া ওর লঞ্চ হতে পারে আত্মনির্ভর ক্লিন প্রোগ্রাম। সাধারণত বাজেটে গুরুত্ব পাচ্ছে সাতটি বিষয়। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অংশ নেবে ইয়ুথ পাওয়ার, ফিন সেক্টর, গ্রিন গ্রোথ প্রভৃতি দিকগুলি। পাশাপাশি গ্রামীন এলাকার জন্য নতুন ফান্ড তৈরি হতে পারে, যা কৃষকের সাহায্য করবে। এগ্রিকালচার ক্রেডিট টার্গেট নেয়া হতে পারে প্রায় কুড়ি লক্ষ কোটি টাকার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম