।। প্রথম কলকাতা ।।
Sealdah Train Accident: বুধবার শিয়ালদা রেল স্টেশনের কাছে দুটি লোকাল ট্রেনের মধ্যে আচমকাই ধাক্কা। একটি ট্রেন ফাঁকা হলেও অন্য ট্রেনটি যাত্রী বোঝাই ছিল। আচমকাই কাছাকাছি চলে আসার কারণে এই দুটি ট্রেনে ধাক্কা লাগে বলে জানা যায়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে সিগন্যাল সংক্রান্ত বিভ্রাটকে এর জন্য দায়ী করা হচ্ছে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যাওয়া গিয়েছে এই যাত্রায়।
আনন্দবাজার পত্রিকা ডিজিটালে প্রকাশিত খবর অনুযায়ী, শিয়ালদা থেকে রানাঘাট লোকাল বেরোচ্ছিল। অন্য দিকে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন যাচ্ছিল কারশেডের দিকে। সেখানেই আচমকা শিয়ালদা স্টেশন ছাড়ার পর দুটি ট্রেনের মধ্যে ধাক্কা লাগে। পাশাপাশি ধাক্কা লাগায় সেটি খুব একটা জোরালো ছিল না। যার কারণে দুটি ট্রেনের মধ্যে কোনটির ক্ষতি হয়নি। যাত্রীদেরও কোনো রকম ক্ষতি হয়নি। এক্ষেত্রে রেলে তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই দুর্ঘটনার পেছনে যদি কোনরকম মনুষ্যসৃষ্ট গাফিলতি থাকে তবে ২৪ ঘন্টার মধ্যে শাস্তির ব্যবস্থা করা হবে।
ঘটনাটি ঘটে বুধবার বেলা বারোটা নাগাদ। রেল আধিকারিকদের তরফ থেকে এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে সিগন্যালের গন্ডগোলকে চিহ্নিত করা হয়েছে। তবে তারপরও বিষয়টি নিয়ে বিশদে তদন্ত করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই কথাই জানিয়েছেন। এই দুর্ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি। তবে ২৪ ঘন্টার মধ্যে কেন এমনটা হল সেই তদন্ত সম্পন্ন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
শিয়ালদায় এই ট্রেন দুর্ঘটনার ফলে বিপর্যস্ত বেশ কয়েকটি শাখার রেল পরিষেবা। এই দুর্ঘটনায় জেরে প্রায় ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয় বলে খবর রেল সূত্রে। অন্যান্য ট্রেনগুলিও চলছে দেরিতে। যার ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। অনেকেই ট্রেন বাতিল হয়ে যাওয়ায় এবং দেরিতে ট্রেন চলার কারণে রেললাইন ধরেই হাঁটতে শুরু করেন বলে জানা যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম