।। প্রথম কলকাতা ।।
ট্যুইটারে (Twitter) হঠাৎ কমতে শুরু করেছে ফলোয়ার্স। কেন, কি কারণে? কিছুই বুঝতে পারছেন না ইউজাররা। এলন মাস্কের (Elon Musk) হাতে মালিকানা যাওয়ার পর ট্যুইটারের একের পর এক ঘটনা ঘটে চলেছে। তবে ফলোয়ার্স কমে যাওয়ার পিছনে রয়েছে নির্দিষ্ট কয়েকটি কারণ।
আপনাদের জানিয়ে রাখি, ট্যুইটার কেনার জন্য যখন এলন মাস্ক প্রস্তাব রাখেন তখন প্রাক্তন সিইও পরাগ আগারওয়ালকে তিনি একটি শর্ত রেখেছিলেন। যা হল প্ল্যাটফর্মে থাকা স্প্যাম বা বট অ্যাকাউন্টের চিহ্নিতকরণ।
এলন মাস্কের মতে ট্যুইটারে অনেক ভুয়ো বট অ্যাকাউন্ট রয়েছে। সেই সময় ট্যুইটার এই দাবি নাকচ করলেও পরে তারা জানায় মোট ইউজারের ৫ শতাংশ মতো স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে প্ল্যাটফর্মে। যদিও অনেকের আবার দাবি, ৫ নয় প্রায় ১৭ শতাংশের কাছাকাছি ভুয়ো অ্যাকাউন্ট উপস্থিত ট্যুইটারে।
ট্যুইটারের মালিকানা হাতে পেতেই এলন মাস্ক সিদ্ধান্ত নেন এই ভুয়ো অ্যাকাউন্টগুলি ট্যুইটার থেকে সরিয়ে ফেলা হবে। ফলস্বরূপ ইউজাররা তাদের ফলোয়ার্স ঘাটতি দেখতে পারেন। যদিও ঠিক কত স্প্যাম অ্যাকাউন্ট মুছে ফেলা হবে তা খোলসা করেননি মাস্ক। কিন্তু তাঁর দাবি, ট্যুইটারের ইউজার তড়িৎ গতিতে বেড়ে চলেছে।
আরও পড়ুন : Google, Apple-র উপর রেগে লাল এলন মাস্ক! স্মার্টফোন বানাতেও তৈরি, দিলেন বড় বার্তা
সাধারণত স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে খুব একটা সমস্যা দেখা যায়না ট্যুইটারে। যেমনটা চোখে পড়ে ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রামে (Instagram)। প্রায়শই, তারকারা তাদের ফলোয়ার্স সংখ্যা কমে যাওয়ায় অভিযোগ করেন। কারণ মাঝে মধ্যেই ফেসবুক তথা মেটা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্প্যাম অ্যাকাউন্ট মুছতে থাকে। তার জন্যই ফলোয়ার্স কমে যায়।
উল্লেখ্য, ট্যুইটারে এই মুহূর্তে দেশ বিদেশের বহু সরকারি প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, তারকা, খেলোয়াড়, সাংবাদিক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি রয়েছে। নিয়মিত তারা ট্যুইটারে পোস্ট করেন। ফলে ফলোওয়ার্সের সংখ্যাও নেহাত কম নয় তাদের। তাই তাদের অ্যাকাউন্টেও যে ফলোয়ার্স ঘাটতি হতে চলেছে তার একটি প্রাথমিক ইঙ্গিত দিয়ে রাখলেন এলন মাস্ক।