।। প্রথম কলকাতা ।।
ট্যুইটার (Twitter) অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ব্যবহার করেন না! এমন ইউজারের সংখ্যা নেহাত কম নয়। এমনকি বহু ইউজার রয়েছে ট্যুইটারে যারা কয়েক বছর বাবদ কোনো ট্যুইটও করেননি। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন এলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি ট্যুইটার জানিয়েছে, প্রায় ১.৫ বিলিয়ন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে প্ল্যাটফর্মে। সেইসব অ্যাকাউন্ট ডিলিট করে পর্যাপ্ত ‘নেম স্পেস’ বা নামের জায়গা’ বজায় রাখতে চায় তারা।
মুছে যাবে আপনার ট্যুইটার অ্যাকাউন্ট
এলন মাস্ক জানিয়েছেন, ১.৫ বিলিয়ন অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে যারা এক বছর ধরে অ্যাকাউন্টে লগ ইন করেননি এবং কোনো ট্যুইট করেননি। আসলে ট্যুইটারে স্প্যাম ও ফেক অ্যাকাউন্ট নিয়ে বরাবরই তিনি উদ্বিগ্ন। টেসলা প্রধান এও জানিয়ে রেখেছেন, এই পদক্ষেপের ফলে একাধিক ইউজাররা তাদের ফলোয়ার্স এ ঘাটতি দেখতে পারেন।
ট্যুইটার শ্যাডো ব্যান
ট্যুইটার শ্যাডো ব্যান (Twitter Shadow Ban) হল এমন একটি পদ্ধতি যেখানে উক্ত ইউজারকে না জানিয়েই তার অ্যাকাউন্ট ব্লক বা ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। এটি মূলত করা হয়, অ্যাকাউন্ট সেইভাবে সক্রিয় না থাকলে। তবে এলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটার এমন একটি প্রক্রিয়ার উপর কাজ করছে যেখানে ইউজারদের শ্যাডো ব্যানিং বিষয়ে অবগত করানো হবে। অর্থাৎ তাদের অ্যাকাউন্ট শ্যাডো ব্যানিংয়ের অধীনে এসেছে কিনা এবং যদি এসে থাকে তাহলে সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন জানানোর জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা জানানো হবে।
এ ছাড়াও ট্যুইটার ফাইলস পার্ট টু (Twitter Files Part 2) বিষয়ে অনেক তথ্য সামনে আনেন এলন মাস্ক। এই তথ্য থেকে জানা গিয়েছে, ট্যুইটারে একটি গোপন গ্ৰুপ আছে যারা ইউজারদের না জানিয়েই বিভিন্ন হাই-প্রোফাইল ইউজারদের বিরুদ্ধে শ্যাডো ব্যানিং সহ বিতর্কিত সিদ্ধান্ত নেয়। যদিও এই বিষয়ে খোলসা করে কিছু জানা যায়নি।