।। প্রথম কলকাতা ।।
University of North Bengal : বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের বিক্ষোভে ধন্ধুমার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেট ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পড়ুয়াদের নিয়ে তৈরি হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চ। তাদের আশঙ্কা, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর হতে পারে। তার বিরোধীতা জানিয়ে আন্দোলন শুরু করে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মঞ্চ। শুক্রবার জমি হস্তান্তরের বিরোধীতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে দেখা করার কথা ছিল আন্দোলনকারীদের। সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে ব্যারিকেড লাগানো হয়, মোতায়েন করা হয় নিরাপত্তারক্ষী। এরপরই উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বাঁধা পেতেই ব্যাপক উত্তেজনা শুরু হয়৷ প্রশাসনিক ভবনের গেট ভাঙার চেষ্টাও করে বিক্ষোভকারীরা। গেটের তালা ভাঙতে না পেরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের সদস্যরা৷
আন্দোলনকারীদের দাবি বিশ্ববিদ্যালয়ের জমি কোনভাবেই অন্য দপ্তরকে হস্তান্তর করা যাবে না। জমি কেন পর্যটন দপ্তরকে দেওয়া হবে তা নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এখনও পর্যন্ত বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা।যদিও সেই সময় ওই ঘটনার দায় নিতে অস্বীকার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ জমি অন্য দপ্তরকে হস্তান্তরের বিরুদ্ধে আন্দোলন শুরু হতেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম