।। প্রথম কলকাতা ।।
Donald Trump: গ্রেফতারের (Arrest) মাত্র দু ঘন্টা পর মুক্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের (New York) ম্যানহাটন আদালতে যাওয়ার পরেই গ্রেফতার করা হয়। পুলিশ (Police) হেফাজতে নেওয়ার পর তাঁকে হাজির করা হয় বিচারকের সামনে। তারপর মঙ্গলবার (Tuesday) প্রায় এক ঘন্টা পর তিনি আদালত ত্যাগ করেন। আদালতে ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ৩৪ টি অভিযোগ আনা হয়েছিল। শুনানিতে সেই অভিযোগের প্রাথমিক ভাবে কোনো প্রমাণ মেলেনি। যেখানে ডোনাল্ড ট্রাম্প বারংবার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। আদালত এই মামলার পরবর্তী শুনানি করবে ডিসেম্বরের ৪ তারিখে ।
এই প্রথম মার্কিন মুলকের কোন সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। তাঁর বিরুদ্ধে আদালতে হাজির হয়ে অভিযোগ জানিয়েছিলেন পর্ন তারকা স্টরমি। অভিযোগ অনুযায়ী, তার মুখ বন্ধ রাখতে আইনজীবির মাধ্যমে ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্প নাকি তাকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার কথা বলে। অভিযোগে জানান, ঘুষের পরিবর্তে স্টরমিকে ট্রাম্পের সঙ্গে থাকা যৌন সম্পর্কের কথা গোপন রাখার কথা বলা হয়। এই অভিযোগ বারবার অস্বীকার করেছেন তিনি ট্রাম্প।
সামনেই হোয়াইট হাউসের নির্বাচনী লড়াই। এমত পরিস্থিতিতে বহুদিন ধরেই ট্রাম্প পুনরায় নিজের ময়দানে ফেরার জন্য ঘুঁটি সাজাচ্ছিলেন। কিন্তু সমস্ত ছক যেন বানচাল করে দিল তাঁর বিরুদ্ধে আনা একগুচ্ছ অভিযোগ। এই মামলায় লড়াইয়ের জন্য তিনি সমর্থকদের কাছ থেকে প্রায় লক্ষ লক্ষ ডলারের তহবিল পেয়েছেন। আগামী বছরই তিনি হোয়াইট হাউসে ফেরার ঘোষণাও করেছিলেন। বুধবার ফ্লোরিডায় নিজেও বাড়িতে ফেরার কথা রয়েছে। নিউইয়র্কের ম্যানহাটন আদালত শুনানি শেষে তাঁকে মুক্তি দিয়েছে। আদালত থেকে বের হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। এমনকি সাংবাদিকদের প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন। আশা করা হচ্ছে ফ্লোরিডায় ফিরে তিনি সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলতে পারেন। সোশ্যাল মিডিয়ার ট্রুথ সোশ্যালে তাঁর শেষ কথা ছিল, যুক্তরাষ্ট্রেও এমনটা হতে পারে, যা তিনি বিশ্বাস করতে পারেন না। ট্রাম্পের আইনজীবী শুনানি শেষে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আইনের শাসন এখনো মৃত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম