।। প্রথম কলকাতা ।।
Soumitrisha Kundu: এখন সবুজময় বাংলা। চলছে সবুজ আবির উড়িয়ে আনন্দ উল্লাস। এই আবহে কী তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন সৌমিতৃষা? তৃণমূলের জয়ে বিরাট উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিঠাইরানি। তা দেখেই তাঁর তৃণমূলের যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। তৃণমূলের জয় নিয়ে কি বললেন অভিনেত্রী?
আপনারা তো দেখেছেন, নিজের রাজনৈতিক মতাদর্শ কখনোই চেপে রাখেন না সৌমিতৃষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর যে আবেগ, তা এর আগেও চোখে এসেছে।এমনকী এই লোকসভা নির্বাচনের প্রচারেও ভাগ নিয়েছিলেন তিনি। ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করেছেন তিনি। সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তী। বাঘা নেতা অর্জুন সিংকে পরাজিত করেছেন পার্থ ভৌমিক। রাজ্যজুড়েই তৃণমূলের জয় জয়কার। স্বভাবতই খুশি মিঠাইরানি। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে কি করলেন তিনি?
তৃণমূল কংগ্রেসের এই অভাবনীয় সাফল্যে জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা যে বেজায় খুশি তার ঝলক মিলল তাঁর ইনস্টা স্টোরিতেই। একটি সবুজ হার্টের ইমোটিকন শেয়ার করে নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে সৌমিতৃষাকে বলতে শোনা গিয়েছিল, ‘সাধারণত পরিবারের লোকজন ছোটদের উপর প্রভাব ফেলে ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি আমার মা বাবাকে জোর করেছিলাম আমার পছন্দের দলকে ভোট দেওয়ার জন্য। সঙ্গে মিঠাই নায়িকার পারমনর্শ ছিল, ‘সব দলেরই ভালো-মন্দ আছে। যাকে ভোট দিলে একটু কম অসুবিধায় থাকা যায় তাঁকেই ভোট দেওয়া উচিত।’
তাঁর এই সবুজ হার্টের ছবি সামনে আসতেই খুশি সৌমিতৃষার ফ্যানরা। সঙ্গে শুরু হয়েছে জল্পনা, তিনি সরাসরি তৃণমূলে যোগ দিচ্ছেন কবে। সৌমিতৃষার ফ্যানক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও আগেই সামনে এসেছিল। যেখানে তৃণমূল প্রার্থীর প্রচার র্যালিতে সামিল হয়েছিলেন মিঠাই রানি। হুড খোলা গাড়িতে রাজের পাশে দাঁড়িয়ে ছিলেন সৌমিতৃষা। বিধায়ক রাজের গায়ে সাদা পাজামা-পাঞ্জাবি। সৌমিতৃষা পরেছিলেন লাল পোশাক। সোমিতৃষাকে দেখে উচ্ছ্বসিত জনতা, ফুল ছুঁড়ছেন তাঁর দিকে।
এই প্রথবার নির্বাচনের প্রচারে গিয়েছিলেন নায়িকা। সকলের ভালোবাসা পেয়ে আপ্লুত সৌমিতৃষা। ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা এগিয়ে এসে জল- মিষ্টিও খাওয়ান তাঁকে। সৌমিতৃষা নিজেও তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে এই ভিডিও শেয়ার করেছেন। আর এই ভিডিও সামনে আসতেই নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেছিলেন তাহলে কি এবার রাজনীতির ময়দানে পা রাখবেন সৌমিতৃষা? এবার সবুজ হার্টের ছবি দেওয়ায় সেই জল্পনা আরও বাড়লো। কাজের সূত্রে, মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর বড় পর্দায় সৌমিতৃষা পা রাখেন প্রধান সিনেমায়।
সেখানে তিনি ছিলেন দেবের নায়িকা। সদ্য তিনি কাজ শেষ করেছে ১০ই জুন ছবিটির। এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। চলতি বছরেই হলে আসবে সৌমিতৃষা কুণ্ডুর দ্বিতীয় সিনেমা। পছন্দের সহ অভিনেতা দেব তৃণমূলের সাংসদ, রাজ চক্রবর্তী বিধায়ক। এবার কি তাঁদের রাজনীতির পথেই নামতে চলেছেন সৌমিতৃষা?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম