।। প্রথম কলকাতা ।।
TMC: মহিলা ভোটব্যাঙ্ক অক্ষুণ্ণ রাখতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বড় বৈঠকের ডাক দিলেন মহিলা তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। মহিলা তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ মহিলা ভোটব্যাঙ্কে শান দিতে বিশেষ বৈঠক ডাকল। আগামী ১৫ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার মহিলা তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বেলা ১২টায় তৃণমূল ভবনে এই বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে অন্যান্য মহিলা সংগঠন ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ৬টি জেলায় নতুন জেলা সভানেত্রী হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকেও।
উল্লেখ্য, দলের নেতা-নেত্রীরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে বার বার মহিলা ভোটব্যাঙ্ককে কাছে টানার চেষ্টা করেছে। তৃণমূল ভোট ময়দানে যার দুর্দান্ত সাফল্যও পেয়েছে। মহিলা ভোট ব্যাঙ্ক সবসময়ই বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে ভারতের নির্বাচনী রাজনীতিতে। বিকল্প নয় বঙ্গ রাজনীতির ময়দানও। মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচনেও সম্প্রতি তার প্রতিফলন দেখা গিয়েছে। মধ্যপ্রদেশে সুপার হিট শিবরাজের ‘লাডলি বহেনা’। লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কে সেমিফাইনাল হিসাবে ধরে নিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই সেমিফাইনালে ওঠে গেরুয়া ঝড়। ফাইনাল ম্যাচে তাই বঙ্গ বিজেপির নজরে এবার তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্ক। মহিলা ভোটই বড় ফ্যাক্টর। মহিলাদের মন জিতেই বিধানসভা ভোটে জয়।
উল্লেখ্য, অনেকেই মনে করেছিলেন, মমতার থেকে শিক্ষা নিয়েই শিবরাজ মধ্যপ্রদেশে ‘লাডলি বহেন যোজনা’ চালু করেছিলেন। তেলেঙ্গানায় কংগ্রেসও মহালক্ষ্মী প্রকল্পকেই অস্ত্র করে। নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল মহিলাদের হাতিয়ার করতে চায় । এখন দেখার বিষয় লোকসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে কে সর্বেসর্বা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম