।। প্রথম কলকাতা ।।
Kolkata Medical College: রাজ্যের বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল (Government Hospital) গুলিতে একাধিক অব্যবস্থার ছবি আগেও উঠে এসেছে। নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য বিভাগ তো রয়েছে কিন্তু সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জেলার হাসপাতাল গুলির এই ধরনের ছবিতে অস্বাভাবিক ছিল না। কিন্তু বর্তমানে জেলায় জেলায় স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যার কারণে এবার একেবারে প্রত্যন্ত অঞ্চল গুলিতেও দুয়ারে পিজি কর্মসূচির মাধ্যমে পৌঁছে যাবেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু এরকম পরিস্থিতিতে কলকাতা মেডিকেল কলেজে (Kolkata Medical College) এক চাঞ্চল্যকর ছবি ধরা পরল।
কলকাতা মেডিক্যাল কলেজে নেফ্রোলজি বহির্বিভাগ (Nephrology) বন্ধ থাকার কারণে হয়রানির মুখে পড়তে হয়েছিল বহু রোগীকে। তবে বুধবার এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসে হাসপাতালের রোগী কল্যাণ সমিতি । তাঁরা আলোচনার মাধ্যমে স্থির করে মেডিসিনের চিকিৎসকরায় বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের নেফ্রোলজির রোগীদের দেখবেন। কিন্তু এমনটা কি সম্ভব ? নির্দিষ্ট একটি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কেন মেডিসিনের চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেবেন ? এই নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এর পরিপ্রেক্ষিতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিক যুক্তি দিয়েছেন, জেলার হাসপাতাল গুলিতে জেনারেল মেডিসিনের চিকিৎস (Medicine Doctor) প্রায় কিডনির অসুখেরও চিকিৎসা করেন। কাজেই কলকাতা মেডিকেলেও তা নিয়ে কোন সমস্যা হবে না।
পাশাপাশি এটাও জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি শিক্ষক এবং চিকিৎসকরা নেফ্রোলজি বিভাগে যোগদান করবেন কলকাতা মেডিকেলের মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের নির্দিষ্ট একটি বিভাগ চিকিৎসক শূন্য, এটা কি প্রশাসনিকভাবে হতে পারে ? যদিও পরবর্তীতে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এসএসকেএম ও নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে একজন করে সিনিয়র রেসিডেন্ট কলকাতা মেডিকেল কলেজে নেফ্রোলজি বিভাগে স্থানান্তরিত করার নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু এর ফলেও এসএসকেএম ও নীলরতনে দুটি শূন্য পদ তৈরি হয়েছে। কাজেই সেই দুটি শূন্য পদ কবে পূরণ হবে সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম