।। প্রথম কলকাতা ।।
World Record: মাত্র তিন দিনে সাত মহাদেশ ভ্রমণ! ভাবতেও অবাক লাগে। কীভাবে সম্ভব? মাত্র তিন দিনে সাতটা দেশে ভ্রমণ করাই বেশ কষ্টকর, সেখানে সাতটি মহাদেশ? বিষয়টি শুনতে অবাক করার হলেও এমনটাই ঘটেছে। মাত্র তিন দিনে সাত মহাদেশে ঘুরে দুই ব্যক্তি ইতিমধ্যেই নাম তুলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records)। এই কৃতিত্ব অর্জন করেছেন দুই ভারতীয় (Indian) নাগরিক। দুজনেই খুব ঘুরতে পছন্দ করেন। তাদের মনের অদম্য ইচ্ছায় তারা এই কঠিন কাজ সহজে করেছেন। পাশাপাশি সঞ্চয় করেছেন একাধিক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
আলী ইরানি এবং সুজয় কুমার মিত্র দুজনেই ভারতীয় নাগরিক। তারা মাত্র ৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ডে সাতটি মহাদেশ একসঙ্গে ভ্রমণ করেছেন। দুজনেই থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। দুজনের মিল এক জায়গায়, তারা খুব ঘুরতে পছন্দ করেন। যদিও এই প্রথম নয়, এর আগেও দুজন একসাথে বিভিন্ন দেশ এবং ঐতিহাসিক স্থানে সফর করেছেন। এই ভ্রমণটা তাদের কাছে নেশার মতো। তবে এই ভ্রমণ যে তাদেরকে বিশ্ব রেকর্ড এনে দেবে তা ভাবতে পারেননি।
গিনেস বুকের তথ্য অনুযায়ী, মাত্র ৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ডে তারা সাতটি মহাদেশ ভ্রমণ করেছেন। তারা মূলত দ্রুততম সময়ে ৭ মহাদেশ ভ্রমণ করার জন্য এই নতুন রেকর্ড গড়েছেন। ২০২২ এর ৪ই ডিসেম্বর তারা আন্টার্কটিকা থেকে যাত্রা শুরু করে মাত্র ৭৩ ঘণ্টার মধ্যে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া প্রভৃতি মহাদেশ ভ্রমণ করেন। সাত মহাদেশ ঘুরে তারা ৭ই ডিসেম্বর পৌঁছান মেলবোর্নে।
এর আগে এক তরুণী দ্রুততম সময়ে ৭ মহাদেশ ভ্রমণের রেকর্ড করেছিলেন। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন ভারতীয় নাগরিক। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতের এক তরুণী ৮৬ ঘন্টা ৪৬ মিনিটে সাত মহাদেশ ভ্রমণ করেছিলেন। তবে এই রেকর্ড ভাঙার জন্য আলী-সুজয়ের মধ্যে কোন গর্ব নেই, বরং তারা মনে করছেন আজ তারা যে রেকর্ড ভেঙেছেন, ভবিষ্যতে তাদের রেকর্ড যে কেউ ভেঙে দিতে পারে। এখন দেখার বিষয়, কারা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছেন।
মাত্র তিন দিনে সাতটি মহাদেশে ঘোরার কথা কি আপনি আদৌ ভাবেন? এই তিন দিনে সাতটি শহর ঘুরতে বেশ নাজেহাল হতে হবে। ইতিমধ্যেই ভারতীয়দের এই অর্জনে গর্বিত গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় মানুষ নানান প্রশংসা মূলক প্রতিক্রিয়া জানাচ্ছেন। নেটিজেনরা আলি ইরানি এবং সুজয় কুমার মিত্রকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম