।। প্রথম কলকাতা ।।
Millenium Park: সম্প্রতি কলকাতার মিলনিয়াম পার্কের (Millenium Park) রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার (KMC) হাতে। এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, পুর ও নগর উন্নয়ন দফতরের বিশেষ সচিব খলিল আহমেদের তরফ থেকে। বিগত তিন বছর ধরে বন্ধ ছিল গঙ্গা লাগোয়া মিলেনিয়াম পার্ক। তাই সেখানে কোনরকম রক্ষণাবেক্ষণের কাজ চলেনি। আগাছায় ভরে থাকা মিলেনিয়াম পার্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপরেই শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) তড়িঘড়ি পুরসভার আধিকারিক ও কেএমডিএর (KMDA) আধিকারিকদের নিয়ে মিলিনিয়াম পার্ক পরিদর্শন করতে যান।
ইতিমধ্যেই সেখানে আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে । নতুন বছরে নতুন করে মিলেনিয়াম পার্ককে সাজিয়ে তুলবে কলকাতা পুরসভা। তবে কর্তব্যের গাফিলতির জন্য কেএমডিএর আধিকারিকদের মেয়রের ভর্ৎসনার শিকার হতে হয়। কলকাতা পুরসভা সূত্রে খবর, বর্তমানে রীতিমতো মিলেনিয়াম পার্কের আগাছা মুক্ত করতে এবং নতুন রূপ দিতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। ২০২০ সাল থেকে করোনার কারণে বন্ধ করা হয়েছিল এই পার্ক। তারপর সেখানে কোনরকম পরিচর্যা চলে নি। আমফানে বহু গাছ ভেঙে পড়ে ওই পার্কের মধ্যে। সেগুলিও কাটার কোন ব্যবস্থা করা হয়নি। উদ্যানটি ছোট ছোট গাছ পালায় ভরে গিয়েছে। একাধিক জায়গায় হাঁটার রাস্তা প্রায় নেই বললেই চলে।
এছাড়াও শিশুদের বিনোদনের জন্য যে একাধিক সরঞ্জাম ছিল সেগুলিও প্রায় অকেজো হয়ে গিয়েছে। পার্কের নিরাপত্তা রক্ষীদের কথায়, পরিষ্কার করার কাজ শুরু হয়েছে কিন্তু এখনও প্রচুর কাজ বাকি রয়েছে । পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে , বর্তমানে সেখানে ৪৫ জন কর্মী নিয়োগ করা হয়েছে কাজের জন্য। কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার এই প্রসঙ্গে বলেন, মিলেনিয়াম পার্কের রক্ষণাবেক্ষণ এবার কলকাতা পুরসভার তরফ থেকেই করা হবে নতুন বছরে নতুন গাছ রোপণ থেকে শুরু করে আলো এবং আরও অন্যান্য উদ্যানের কাজগুলি করার পরিকল্পনা চলছে। যার ওপরে নিয়মিত নজরদারি থাকছে পুরসভার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম