।। প্রথম কলকাতা ।।
বড় কিছু ঘটতে যাচ্ছে ভারতে! উত্তরপ্রদেশে সুপার অ্যাকশনের তোরজোড়, ইতিহাস তৈরি করবে অযোধ্যা! তারিখ-তিথি তৈরী। কার আসার অপেক্ষায় দিন গুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভারত এবার বদলে যাবে। রাম মন্ত্রে চলবে দেশ। ৩ বছর আগে বীজ বপন করেছিলেন, ২৪ এর গোড়াতেই অন্য যুগের দরজা খুলবেন মোদী? ঘিরে ধরছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। ভারতের মাটিতে বড় চমক। উত্তর প্রদেশের অযোধ্যায় গ্র্যান্ড আয়োজন।লোকসভা ভোটের আগেই ভারতের মাটিতে বিরাজ করবেন রামচন্দ্র। আর মাত্র কয়েক মাস বাকি, তারপরেই খুলবে দুয়ার।
রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকেই নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পারলাম। এরপর রামমন্দিরে রামলালার অধিষ্ঠান ঘটবে। কথা দিয়েছেন আগামী রামনবমী পালিত হবে অযোধ্যার নতুন রামমন্দিরে। দ্বারকার এক রাবণ-দহন অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেছেন, ‘‘রামমন্দির প্রতিষ্ঠা আমাদের জয়’’। বিশেষজ্ঞদের একাংশের মতে, লোকসভা নির্বাচনের প্রচারে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্যে রামমন্দির যে বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করার কথা মোদীর। সেদিন থেকেই শুরু হবে এক নতুন যুগ। রামের আদর্শে দেশ গড়ারও ডাক দেন মোদী। অলরেডি, মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে মোদীকে আগামী ২২ জানুয়ারির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নিজেই তাঁর এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন। এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকবে গোটা ভারত।
২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর এবার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। সবটাই ঘটছে মোদীর হাত ধরে। রাজনীতিকদের এক বড় অংশের মতে, রামমন্দির নির্মাণ ও তার উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুত্বের প্রচারকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বিজেপি এবং আরএসএসের, যাতে তার দৌলতে তৃতীয় বার দিল্লির মসনদ দখল সম্ভব হয় সহজ হয়। আর ঠিক এই কারণে লোকসভা ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরের দারদঘাটন অবশ্যই রাজনৈতিক মহলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ঠেকছে। আপাতত গোটা ভারতের নজর ২২ এর দিকে। যেদিন প্রধানমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ কেন্দ্র ও রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম