।। প্রথম কলকাতা ।।
২০১০ সালের, ২৪ ফেব্রুয়ারি ক্রিকেট ইতিহাসে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। তেরো বছর আগে আজকের দিনেই গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২০০ রান করেছিলেন। ম্যাচের ৫০তম তৃতীয় ডেলিভারিতে পয়েন্টের দিকে বল পাঠিয়ে এক রান নিয়ে এই কীর্তি গড়েন শচীন টেন্ডুলকার।
🗓️ #OnThisDay in 2010
🆚 South Africa2⃣0⃣0⃣* 🫡
Relive the moment when the legendary @sachin_rt became the first batter in Men's ODIs to score a double century 👏👏pic.twitter.com/F1DtPm6ZEm
— BCCI (@BCCI) February 24, 2023
মাত্র ১৪৭ বলে ২০০ রান করে অপরাজিত ছিলেন শচীন টেন্ডুলকার। তাঁর ইনিংসে সাজানো ছিল ২৫টি চার এবং তিনটি ছক্কায়। টেন্ডুলকারের আগে আর কোনো পুরুষ ক্রিকেটার ওয়ানডেতে ২০০-র গন্ডি পৌঁছাতে পারেননি। তবে ১৯৯৭ সালে ডেনমার্কের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেলিন্ডা ক্লার্ক প্রথম ওডিআই ডাবল সেঞ্চুরি করেছিলেন।
শচীনের বীরত্বপূর্ণ ইনিংসের উপর ভর করে ভারত ৩ উইকেট হারিয়ে ৪০১ রান করে। জবাবে মাত্র ২৪৮ রানেই শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টেন্ডুলকারের জাদু দেখেছিলেন স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৩০,০০০ ভক্ত। ১৯৯৯ সালের নভেম্বরে হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে টেন্ডুলকারের আগের সেরা ইনিংস ছিল অপরাজিত ১৮৬ রান। শচীন টেন্ডুলকার ইনিংসটি ভারতের জনগণকে উৎসর্গ করেছিলেন।