।। প্রথম কলকাতা ।।
Mamata-Suvendu: আজ শিলিগুড়ি শহরে দুটি মেগা ইভেন্ট নিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেখান থেকে অনেকটা দূরে এনজেপি স্টেশন লাগোয়া কাঞ্চনজঙ্ঘা হলে সভা করবেন শুভেন্দু অধিকারী। একই দিনে এই মমতা-শুভেন্দুর সভা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দার্জিলিং জেলার সমতল এলাকার এই শহরে। পুলিশের তরফে তাই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় নিরপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
উল্লেখ্য, শিলিগুড়ির যে স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, তা নিয়েই মূলত আপত্তি বিজেপির। বিরোধীদের অভিযোগ ফুটবল লিগ বন্ধ করে এই সভা হচ্ছে। তারই প্রতিবাদে পাল্টা সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে প্রথম থেকেই রাজনীতির লড়াই শুরু হয়েছে। সকাল থেকেই পদ্মফুল এবং ঘাসফুল অর্থাৎ দুই ফুলের শিবিরে ব্যস্ততা তুঙ্গে। সাড়ে ১২টা নাগাদ শুভেন্দুর সভা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর দেড়টা নাগাদ।
জানা গেছে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করবেন।মমতা-শুভেন্দুর সভা ঘিরে শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলে রয়েছে কড়া নিরাপত্তা। সকাল থেকেই আসতে শুরু করেছেন দলের কর্মী ও সমর্থকরা। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেকারণে একাধিক রাস্তার মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। দুই যুযুধান রাজনৈতিক দলের এই কর্মসূচি ঘিরে চাপ রয়েছে প্রশাসনেরও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম