।। প্রথম কলকাতা ।।
Saswata-Anannya: বাংলা সিনে দুনিয়ায় গোয়েন্দা গল্পের ছড়াছড়ি। প্রায়শই নানা গোয়েন্দা গল্পকে কেন্দ্র করে ছবি বা ওয়েব সিরিজ হয়ে থাকে বাংলায়। ব্যোমকেশ (Byomkesh), ফেলুদা, একেন বাবু, শবর (Shabor) ও আরও নানা। এবার আরও এক নতুন গোয়েন্দা সিরিজ নিয়ে আসতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। যে সাহিত্যপ্রেমী, আবার গোয়েন্দা গল্প প্রেমীও। যাঁরা গল্পের বই পড়ে থাকেন, তাঁরা বুঝে গিয়েছেন কোন সিরিজ এবার আসতে চলেছে পর্দায়। নারায়ণ সান্যালের (Narayan Sanyal) ‘কাঁটা সিরিজ’, যার উপর ভিত্তি করে এই প্রথমবার হচ্ছে ওয়েব সিরিজ।
‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সিরিজে শাশ্বতর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), সোহম চক্রবর্তী, পায়েল সরকার, সোমরাজ মাইতি, মীর প্রমুখ তারকাদের। উল্লেখ্য, নারায়ণ সান্যালের লেখা এই গল্পকে কেন্দ্র করে সিরিজ বানাচ্ছেন জয়দীপ মুখোপাধ্যায়। ‘কাঁটা’ সিরিজের ‘সোনার কাঁটা’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। প্রযোজনায় শ্যামসুন্দর দে। মূলত গল্পে প্রতিটি চরিত্রের সঙ্গেই কোনও না কোনও কাঁটার যোগ রয়েছে। প্রসঙ্গত, ঝরে আটকে পড়ে এক পরিবার। আর তারপরেই হয় খুন, যা নিয়েই আগে এগোবে গল্প। এক এক করে ছাড়বে জট। টানটান উত্তেজনায় ভরা রহস্য গল্প নিয়ে এই ওয়েব সিরিজের ঘোষণা হওয়ার পরই, সকলের মনে প্রত্যাশা বেড়ে গিয়েছে। বিশেষত এই সিরিজে যাঁরা যাঁরা অভিনয় করছেন তাঁদের নাম শুনে দর্শকমহলে উত্তেজনা আরো তুঙ্গে।
আগামী বছর এটি মুক্তি পাচ্ছে জি ফাইভে। তবে শুধু এই সিরিজই নয়, একগুচ্ছ বাংলা ওয়েব সিরিজ মুক্তি পাবে জি ফাইভ-এ। তালিকায় রয়েছে ‘রক্তকরবী’, ‘শ্বেতকালী’, ‘ছোটলোক’ ইত্যাদি। সবকটি গল্পই রহস্য রোমাঞ্চে ভরপুর। আর তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবাই। বিগত এই কয়েক বছরে ‘ব্যোমকেশ’, ‘ফেলুদা’ ছাড়াও অনেক গোয়েন্দা চরিত্র জায়গা করেছে দর্শকদের মনে। অনেকের কাছে যাঁর নাম হয়তো জানা ছিল, আবার অনেকের কাছে অজানা। ইদানিংকালে গোয়েন্দা গল্পের উপর ভিত্তি করে সিরিজ বা ছবি তৈরীর প্রবণতা বেশি তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। তাই একের পর এক ছবি হোক বা ওয়েব সিরিজ বেশিরভাগই তৈরি হচ্ছে গোয়েন্দা গল্পের উপর ভিত্তি করে। নারায়ণ সান্যালের এই গল্প যাঁদের কাছে অজানা, তাঁদের জন্য এটি দেখার ও জানার মোক্ষম সুযোগ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম